রবিবার, ৩০ আগস্ট, ২০২০ ০০:০০ টা

ইমাম হুসাইন (রা.)-এর মক্কা শরিফ গমন


ইমাম হুসাইন (রা.)-এর মক্কা শরিফ গমন

কুফা নগরী

হজরত ইমাম হুসাইন (রা.) মদিনা শরিফের ওলীদের প্রস্তাব অস্বীকার করেন। যখন তার দরবার থেকে নিজের আপনজনদের কাছে ফিরে এলেন। সবাইকে একত্রিত করে বললেন, আমার প্রিয়জনেরা! যদি আমি পবিত্র মদিনা শহরে অবস্থান করি, আমাকে ইয়াজিদের বাইয়াত করার জন্য বাধ্য করবে। কিন্তু আমি কখনো বাইয়াত গ্রহণ করতে পারব না। তারা বাধ্য করলে নিশ্চয়ই যুদ্ধ হবে। ফাসাদ হবে। কিন্তু আমি চাই না আমার কারণে মদিনা শরিফে লড়াই বা ফাসাদ হোক। আমার মতে, এটাই সমীচীন হবে যে, এখান থেকে হিজরত করে মক্কায় চলে যাওয়া। জবাবে তারা বললেন, ‘আপনি আমাদের অভিভাবক। আমাদের যা হুকুম করবেন তাই মেনে নেব। অতঃপর তিনি মদিনা শরিফ থেকে হিজরত করার সিদ্ধান্ত নিলেন। অবস্থা এমন হয়ে গিয়েছিল যে, ইমাম হুসাইন (রা.) কে সেই মদিনা শরিফ ত্যাগ করতে হয়েছিল, যে মদিনা শরিফে হজরত ইমাম হুসাইন (রা.)-এর নানাজান রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রওজা শরিফ অবস্থিত। ক্রন্দনরত অবস্থায় তিনি নানাজান রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লমের রওজা পাকে উপস্থিত হয়ে বিদায়ী সালাম পেশ করলেন। অশ্রুসজল নয়নে নানাজান রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অনুমতি নিয়ে আত্মীয়-পরিজন সহকারে ৬০ হিজরির ৪ শাবান তারিখে মদিনা শরিফ থেকে হিজরত করে মক্কায় চলে গেলেন।

সর্বশেষ খবর