রবিবার, ৩০ আগস্ট, ২০২০ ০০:০০ টা

কুফা গমন

কুফা গমন

কুফা জামে মসজিদ

শরিয়তের বিধান অনুযায়ী হজরত ইমাম হুসাইন (রা.) চিন্তা করলেন যে, সেখানে তিনি যাবেন কি না। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলেন প্রথমে একজন নির্ভরযোগ্য ব্যক্তিকে পাঠাবেন

কুফাবাসীদের থেকে চিঠি লেখার প্রেক্ষিতে শরিয়তের বিধান অনুযায়ী হজরত ইমাম হুসাইন (রা.) চিন্তা করলেন যে, সেখানে তিনি যাবেন কি না। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলেন, প্রথমে একজন নির্ভরযোগ্য ব্যক্তিকে পাঠাবেন। তিনি সেখানে গিয়ে স্বচক্ষে অবস্থা যাচাই করবেন। অতঃপর তিনি তাঁর চাচাতো ভাই হজরত মুসলিম বিন আক্বীল রহমতুল্লাহি আলাইহিকে এ কাজের জন্য মনোনীত করলেন। ফরমালেন, চিঠির বিষয় যাচাই করে দেখার জন্য তোমাকে আমার প্রতিনিধি করে পাঠানোর মনস্থ করেছি। তুমি সেখানে গিয়ে স্বচক্ষে অবস্থা উপলব্ধি ও যাচাই করবে। যদি অবস্থা বাস্তবিকই সন্তোষজনক হয়, তাহলে আমার কাছে চিঠি লিখবে। চিঠি পেলে রওয়ানা হব। অন্যথায় তুমি সেখান থেকে চলে আসবে। তাঁর চাচাতো ভাই হজরত মুসলিম বিন আক্বীল রহমতুল্লাহি আলাইহি যাওয়ার জন্য  তৈরি হয়ে গেলেন। হজরত ইমাম হুসাইন (রা.) কুফাবাসীদের কাছে একটি চিঠি লিখলেন- তোমাদের অনেক চিঠি আমার কাছে পৌঁছেছে। আমি আমার চাচাতো ভাই হজরত মুসলিম বিন আক্বীল রহমতুল্লাহি আলাইহিকে আমার প্রতিনিধি করে তোমাদের কাছে পাঠালাম। তোমরা সবাই তাঁর হাতে বাইয়াত গ্রহণ করবে। হজরত মুসলিম বিন আক্বীল রহমতুল্লাহি আলাইহি-এর দুই ছেলে হজরত মুহম্মদ রহমতুল্লাহি আলাইহি ও হজরত ইবরাহিম রহমতুল্লাহি আলাইহিও তৈরি হয়ে গেলেন। তাঁর দুই ছেলেকেও সঙ্গে নিলেন। অতঃপর তিনি মক্কা শরিফ থেকে মদিনা শরিফ গেলেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর