রবিবার, ৩০ আগস্ট, ২০২০ ০০:০০ টা

কুফাবাসীর চিঠি

কুফাবাসীর চিঠি

মক্কায় আগমনের সঙ্গে সঙ্গে হজরত ইমাম হুসাইন (রা)-এর কাছে কুফা থেকে চিঠিপত্র আসতে শুরু করল। অল্প সময়ের মধ্যে হজরত ইমাম হুসাইনের (রা.) কাছে দেড়শত চিঠি এসে পৌঁছল। প্রত্যেকটি চিঠির বিষয় আকর্ষণীয় এবং গুরুত্বপূর্ণ ছিল। চিঠিতে তারা জানান, আমরা আপনার সম্মানিত পিতা হজরত আলী কাররামাল্লাহু ওয়াজহু (রা)-এর অনুসারী। আহলে বাইতের ভক্ত। আমরা তো হজরত মুয়াবিয়া (রা.) কে সমর্থন করিনি। তাঁর অনুপযুক্ত ছেলে ইয়াজিদকে মানার প্রশ্নই উঠতে পারে না। আমরা আপনার পিতা হজরত আলী কাররামাল্লাহু ওয়াজহু (রা.) ও আপনার ভাই হজরত ইমাম হাসান (রা.)-এর সমর্থনকারী। আমরা ইয়াজিদের অনুসারী নই। কিন্তু আমরা ইয়াজিদকে খলিফা বা ইমাম মানতে পারি না। আপনাকেই আমাদের ইমাম ও আমাদের খলিফা বলে মনে করি। আপনি মেহেরবানি করে কুফায় তাশরিফ আনুন। আমরা আপনার হাতে বাইয়াত হব। আপনাকে খলিফা হিসেবে গ্রহণ করব। আপনার জন্য আমাদের মাল-জান কোরবান করতে প্রস্তুত আছি। আপনার হাতে বাইয়াত হয়ে আপনার অনুসরণে জিন্দেগি অতিবাহিত করতে ইচ্ছুক। আপনি আমাদের কাছে তাশরিফ আনুন। আমাদের প্রতি মেহেরবানি করুন। আমাদেরকে আপনার বরকত দ্বারা উপকৃত করুন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর