সোমবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২২ ০০:০০ টা

টুকরো ভালোবাসা

টুকরো ভালোবাসা

>> ভালোবাসা দিবসের সবচেয়ে প্রাচীন উপহারগুলোর অন্যতম হলো ক্যান্ডি। ১৮০০ শতাব্দীর শেষ ভাগে ভালোবাসা দিবসে প্রথম ক্যান্ডির প্রচলন শুরু করেন রিচার্ড ক্যাডবেরি।

 

>> শেকসপিয়রের অমর প্রেমিক-প্রেমিকাযুগল রোমিও-জুলিয়েট ইতালির যে শহরে বাস করতেন সেই ভেরোনায় প্রতিবছর জুলিয়েটের নামে আসে হাজারো চিঠি।

 

>> প্রতিবছর ভালোবাসা দিবসে কেনা-বেচা হয় ১০০ কোটি শুভেচ্ছা ও লাভ কার্ড।

 

>> ভালোবাসা দিবসে সবচেয়ে বেশি কার্ড পান শিক্ষকরা। এরপর আসে ছোট ছেলেমেয়ে, মা, স্ত্রী, ভালোবাসার মানুষ এবং পোষা প্রাণীর নাম। ভালোবাসা দিবসের প্রতি পাঁচটি উপহারের একটি পান বাবা-মা।

 

>> নিজের পোষা প্রাণীটিকে ভালোবাসা দিবসে উপহার দেয় শতকরা তিন ভাগ মানুষ।

 

>> কারও কারও মতে, ভালোবাসা দিবসের প্রথম কার্ড পাঠান চার্লস ডিউক অব অরলিন্স তার স্ত্রীকে ১৪১৫ সালে টাওয়ার অব লন্ডনে আটক থাকা অবস্থায়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর