বসুন্ধরা কিংস বনাম শেখ রাসেল ক্রীড়া চক্রের খেলা চলছে। পেশাদার ফুটবল লিগের খেলায় গ্যালারি উপচে পড়ছে দর্শকে। মুহুর্মুহু করতালি, হুল্লোড়ে সরব বসুন্ধরা কিংস অ্যারিনা। শুধু এই ম্যাচেই নয়, কিংস অ্যারিনায় খেলা হলেই দর্শকের এমন উন্মাদনা চোখে পড়ে। ফুটবল খেলায় দর্শক ফিরছেন। এ মন্তব্য লুফে নিয়ে বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান বলেন, শুধু ফুটবল নয়, দেশি-বিদেশি সব ধরনের খেলাধুলার…