সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা
দেশে দেশে বাংলা বর্ষবরণের উৎসব

টাইমস স্কয়ারে নাচ-গান, মঙ্গল শোভাযাত্রা

এসেছে নতুন বাংলা সন ১৪৩০। নববর্ষের উৎসবে মেতেছিল বাঙালিরা। দেশে দেশে প্রবাসী বাঙালিদের নাচ-গান, মঙ্গল শোভাযাত্রা, বৈশাখী মেলা ও বর্ষবরণের আনুষ্ঠানিকতা হয়ে ওঠে প্রাণের মিলনমেলা। এবারই প্রথম নিউইয়র্কের টাইমস স্কয়ারে প্রবাসীরা শতকণ্ঠে গেয়েছেন বর্ষবরণের গান...

যুক্তরাষ্ট্র প্রতিনিধি

টাইমস স্কয়ারে নাচ-গান, মঙ্গল শোভাযাত্রা

বিশ্বখ্যাত নিউইয়র্কের টাইমস স্কয়ারে প্রথমবারের মতো শতকণ্ঠে বরণ করা হলো ১৪৩০ বঙ্গাব্দকে। ঠিক ভোর ৬টা ২০ মিনিটে সূর্যোদয়ের সঙ্গে শতাধিক শিল্পীর অংশগ্রহণে আবহমান বাঙালি সাংস্কৃতিক পরিবেশনায় বরণ করা হয় নতুন বাংলা বছরকে। এনআরবি ওয়ার্ল্ড ওয়াইডের আয়োজনে মঙ্গল শোভাযাত্রার পর শতকণ্ঠে সংগীত পরিবেশনের মাধ্যমে বর্ষবরণের অনুষ্ঠান শুরু হয়। নেচে-গেয়ে বাংলা নববর্ষকে বরণ করে নেন তারা।  যুক্তরাষ্ট্রের বিভিন স্টেট থেকে এ আয়োজনে যুক্ত হন বাংলাদেশি অভিবাসীরা। নিজেকে ইতিহাসের অংশ করতে প্রত্যেকের ছিল স্বতঃস্ফূর্ত প্রয়াস। মঙ্গল শোভাযাত্রায় অংশ নেন শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা, রথীন্দ্রনাথ রায় ও লায়লা হাসান। তারা সবাই সত্য ও সুন্দরের আহ্বান জানান। এরপর নিউইয়র্কে শতাধিক শিল্পী দলীয়ভাবে সংগীত পরিবেশন করেন। শতকণ্ঠে বর্ষবরণের এ অনুষ্ঠানের নেতৃত্ব দেন মহীতোষ তালুকদার তাপস। টাইমস স্কয়ারে সম্প্রীতির এ বর্ষবরণকে স্বাগত জানান সবাই।

সর্বশেষ খবর