সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

কানাডায় বৈশাখী আনন্দ

কানাডা প্রতিনিধি

কানাডায় বৈশাখী আনন্দ

উৎসবমুখর ও বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে কানাডার ক্যালগেরির মন্টগোমরি কমিউনিটি অ্যাসোসিয়েশন মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে বাংলা বর্ষবরণ উৎসব ১৪৩০। বাংলার সবুজ মাঠ পেরিয়ে বিশ্ব প্রান্তরে সূর্যের হাসির তেমন দেখা না মিললেও প্রবাসীদের বৈশাখী আনন্দে যেন সেই রং ছড়িয়ে পড়েছে। মেলায় আড্ডা, লোকজ ভাবনা, বাংলার ঐতিহ্য ও আনুষ্ঠানিকতায় একে অপরের সান্নিধ্যে শ্রদ্ধা ও ভালোবাসা বিনিময়ের মাধ্যমে আনন্দ জয়গানে হৃদয়-মন ভরে উঠেছিল প্রবাসীদের। শিশু-কিশোর আর নারী-পুরুষের পদচারণায় কানায় কানায় পূর্ণ ছিল মন্টগোমেরি কমিউনিটি অ্যাসোসিয়েশন মিলনায়তন। নবপ্রজন্মের কাছে আবহমান বাংলার কৃষ্টি, ইতিহাস-ঐতিহ্য ও জাতীয় সত্তাকে তুলে ধরাই ছিল বাংলা বর্ষবরণ উৎসবের মূল লক্ষ্য। মেলায় ছিল রং-বেরঙের বাহারী শাড়ি, বাংলার ঐতিহ্যময় পিঠাপুলি খাবারসহ আকর্ষণীয় বিভিন্ন ধরনের স্টল। ছোট ছোট শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, স্থানীয় শিল্পীদের ট্যালেন্ট শো। মূল আকর্ষণ ছিল ছোট ছোট শিশু-কিশোরদের হাতে মুখ ও মুখোশ নিয়ে বৈশাখী মঙ্গল শোভাযাত্রা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর