বুধবার, ১৯ জুলাই, ২০২৩ ০০:০০ টা

তাঁর ঐতিহাসিক অর্জন

সাইফ ইমন

লেখালেখির বাইরেও কিছু বিষয় আছে যা হুমায়ুন আহমেদকে ইতিহাসের পাতায় অনন্য করেছে।

তাঁর হাত ধরে আমাদের দেশের মিডিয়া পেয়েছে প্রচুর জনপ্রিয় শিল্পী। উকিল মুন্সি, হাসন রাজাদের নতুন করে চিনিয়েছেন এই প্রজন্মকে...

ভারতের হিমু চার্লি : বিখ্যাত ভারতীয় অভিনেতা দুলকার সালমান অভিনীত চলচ্চিত্র ‘চার্লি’ দেখেছেন আর মুগ্ধ হননি এমন মানুষ পাওয়া যাবে না। এ চলচ্চিত্রের প্রায় প্রতিটি রিভিউতেই উঠে এসেছে হুমায়ুন আহমেদের নাম। কারণ এ চলচ্চিত্রটির মূল চরিত্র চার্লি আসলে অমর চরিত্র ‘হিমু’ থেকে অনুপ্রাণিত। অনেকে একে আখ্যা দেন এটি ভারতের হিমু বলে।

বিষয় যখন মুক্তিযুদ্ধ : ১৯৯৪ সালে ‘আগুনের পরশমণি’ই প্রথম চলচ্চিত্র, যেখানে উঠে এসেছে সে সময়ের ঢাকা শহরের বাস্তব চিত্র। এ ছাড়াও ‘শ্যামল ছায়া’ চলচ্চিত্রে এক নৌকায় উঠে এসেছে সমগ্র একাত্তর। এর আগে মুক্তিযুদ্ধকে কেউ এভাবে দেখায়নি। বিস্ময়কর হলেও সত্যি, এক সময় আমাদের দেশেই ‘রাজাকার’ শব্দটি নাটকে-চলচ্চিত্রে ব্যবহার নিষিদ্ধ ছিল। কেউ যখন সাহস করেনি তখন হুমায়ূন আহমেদ তাঁর নাটকে পাখির মুখ দিয়ে বলালেন, ‘তুই রাজাকার’।

ভারতে প্রচারিত প্রথম : ভারতীয় চ্যানেলে হিন্দিতে ডাবিং করে প্রচারিত হয় হুমায়ূন আহমেদের ধারাবাহিক ‘আজ রবিবার’। বাংলাদেশের প্রথম কোনো কাজ ভারতে হিন্দিতে ডাবিং হয়।

বাকের ভাই কাহিনি : বিশ্বে কোথাও কোনো কাল্পনিক চরিত্রের জন্য সাধারণ মানুষ আন্দোলন করেছে এমন ঘটনা আর একটিও নেই। ‘কোথাও কেউ নেই’ নাটকে বাকের ভাইয়ের ফাঁসির প্রতিবাদে দেশজুড়ে প্রতিবাদ মিছিল হয়। বাকের ভাইয়ের ফাঁসি হলে জ্বলবে আগুন ঘরে ঘরে- এ স্লোগানে প্রতিবাদ মিছিল হয়। এমনকি হুমায়ূন আহমেদকে হত্যার হুমকিও দিয়েছিল অনেকে। যার প্রেক্ষিতে লেখককে থানায় জিডি করতে হয়েছিল।

জাপানে প্রচারিত হুমায়ূন : প্রথম কোনো বাংলাদেশি সাহিত্যিক নিয়ে জাপানের টিভিতে প্রচারিত ডকুমেন্টারি ‘হু ইজ হু ইন এশিয়া’ এ শিরোনামে।

বিশ্বের শ্রেষ্ঠ জাদুশিল্পের তালিকায় : বিশ্বের শ্রেষ্ঠ জাদুশিল্পীদের তালিকায় রয়েছে হুমায়ূন আহমেদ। এ তথ্য অনেকেই জানেন না। দেশের জাদুশিল্পের লিভিং লিজেন্ড জুয়েল আইচ বহুবার বলেছেন, হুমায়ূন আহমেদের পামিংয়ে হুমায়ূন আন্তর্জাতিক মানের।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর