বুধবার, ৬ মার্চ, ২০২৪ ০০:০০ টা

আম্বানির ছেলের চোখ ধাঁধানো বিয়ে

আম্বানির ছেলের চোখ ধাঁধানো বিয়ে

মুকেশ আম্বানি শুধু ভারতের নয় গোটা এশিয়ার ধনী ব্যক্তি। নিজের সন্তানদের বিয়েতে খরচের প্রসঙ্গ উঠলেই মুকেশ আম্বানি থাকেন সবার শীর্ষে। আরেক ধনকুবের বীরেন মার্চেন্ট-এর মেয়ে রাধিকা মার্চেন্টের সঙ্গে ছেলে অনন্ত আম্বানির এই বিয়েতে ১৫ কোটি মার্কিন  ডলার বা ১৬৫০ কোটি টাকা খরচ হতে পারে...

 

শৈশবে বন্ধুত্ব যা পরে গড়াল প্রেম ও পরিণয়ে...

সদ্য শেষ হলো (১ থেকে ৩ মার্চ) ভারতের শীর্ষ ধনবান আম্বানিপুত্রের বিবাহপূর্ব অনুষ্ঠান। বর মুকেশ আম্বানির কনিষ্ঠপুত্র অনন্ত আম্বানি এবং কনে শিল্পপতি বীরেন মার্চেন্ট-এর একমাত্র কন্যা রাধিকা মার্চেন্ট। আগামী জুলাই মাসে তাঁদের বিয়ে। ছোট থেকেই পরস্পরকে চিনতেন রাধিকা এবং অনন্ত। ২০১৮ সালে তাঁদের দুজনের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। তখনই সবার মধ্যে তাঁদের নিয়ে আলোচনা শুরু হয়। যদিও সেই সময় এ সম্পর্ক নিয়ে মুখ খোলেননি অনন্ত ও রাধিকা। ভালো বন্ধু রাধিকার সঙ্গে অনন্তকে প্রায়ই নানা অনুষ্ঠানে দেখা যেত। তবে অনন্তের সঙ্গে রাধিকার বিয়ের জল্পনা জোরালো হয় প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাসের বিয়েতে। দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংহের রিসিপশনেও রাধিকা আম্বানি পরিবারের সঙ্গেই গিয়েছিলেন। নিউইয়র্ক থেকে অর্থনীতি নিয়ে পড়াশোনা করে পারিবারিক ব্যবসায় যোগ দিয়েছেন রাধিকা। এ ছাড়াও ধ্রুপদী নৃত্যশিল্পী তিনি। রাধিকাকে বরাবরই আগলে রেখেছেন অনন্তের মা নীতা আম্বানি। প্রথম থেকেই রাধিকাকে পছন্দ আম্বানিদের। তবে সেটাই একমাত্র কারণ তা নয়। রাধিকা ও অনন্ত দুজনই পশুপ্রেমী। সেটিও কাছে এনেছে অনন্ত-রাধিকা দুজনকে।

 

তিন দিন ধরে সানাই বাজল, আলোর রোশনাই ছুটল; গাইয়েরা সুরের লহরিতে মাতিয়ে তোললেন। হলিউড-বলিউডের সুপারস্টাররা তো ছিলেনই; বিশ্বের বিভিন্ন অঙ্গনের নামিদামি ব্যক্তি, প্রভাবশালী ব্যবসায়ী, সংগীত আর খেলার মাঠের দাপুটেরাও এসে ছড়ালেন জৌলুস। মুকেশ আম্বানির ছেলের বিয়ে বলে কথা!  বিয়ের আগাম অনুষ্ঠানেই কতটা জৌলুস ছড়ানো যায়, তা দেখিয়ে দিল ভারতের ধনী এই পরিবার। যেখানে অতিথি সমাগম, অনুষ্ঠানের বৈচিত্র্য, ভারতীয় ঐতিহ্যের প্রদর্শন আর খরচের বহর রীতিমতো ইতিহাস গড়েছে...

বিবাহপূর্ব অনুষ্ঠানে খরচ ১৬৫০ কোটি টাকা!

২০২৪ সালের শুরু থেকে যে অনুষ্ঠান ঘিরে সারা দেশে জোর চর্চা ছিল, তা হলো আম্বানি পরিবারের ছোট ছেলে অনন্ত আম্বানির বিবাহপূর্ব অনুষ্ঠান। আর সদ্যই শেষ হলো  অনন্ত আম্বানি এবং তাঁর বাগদত্তা রাধিকা মার্চেন্টের বিবাহপূর্ব উদযাপন। নাচে-গানে, হইহুল্লোড়ে, আনন্দে এই তিন দিনের উৎসবে মেতে উঠেছিল জামনগর। স্বপ্নের মতো সাজানো বিবাহ অনুষ্ঠানে ইতোমধ্যেই যোগ দিয়েছেন বিদেশের অসংখ্য তারকা। দেশ-বিদেশের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত তো ছিলেনই, সেই সঙ্গে উপস্থিত ছিল গোটা বলিউড।

 

বিবাহপূর্ব অনুষ্ঠানের ১২০০ অতিথির তালিকায় ছিলেন পপ তারকা রিয়ানা, ধনাঢ্য ব্যক্তি ও বিজনেস টাইকুন বিল গেটস, মেটার সিইও মার্ক জাকারবার্গ, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কন্যা ইভাঙ্কা ট্রাম্প ও তাঁর জামাতা জ্যারেড কুশনার। আন্তর্জাতিক স্তরের তারকা থেকে শুরু করে এই বিবাহপূর্ব অনুষ্ঠানে হাজির ছিলেন বলিউড ও ভারতীয় ক্রিকেটের নক্ষত্ররাও।

এশিয়ার শীর্ষ ধনী ভারতীয় ব্যবসায়ী মুকেশ আম্বানির কনিষ্ঠপুত্রের বিবাহপূর্ব অনুষ্ঠান বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে। নামিদামি টেলিভিশন থেকে সামাজিক যোগাযোগমাধ্যম- সবখানে ছড়িয়ে পড়েছে বিয়ের আনুষ্ঠানিকতার ছবি-ভিডিও আর নানা খবরাখবর।  তবে আয়োজনের শুরুটা হয়েছিল ২০২২ সালে। এর আগে ২০২২ সালের ২৯ ডিসেম্বর রাজস্থানের নাথদ্বারার শ্রীনাথজি মন্দিরে রাধিকা মার্চেন্টের সঙ্গে বাগদান সম্পন্ন করে আম্বানি পরিবার। আর বিয়ে উপলক্ষে ভারতের গুজরাটের জামনগর সেজেছে নানা রূপে। ছোট ছেলের বিয়ে উপলক্ষে জামনগরে আগেই ১৫টি নতুন মন্দির নির্মাণ করেছেন আম্বানির সহধর্মিণী নীতা আম্বানি। এ ছাড়া ১-৩ মার্চ পর্যন্ত বিবাহপূর্ব অনুষ্ঠানের জন্য গুজরাটের জামনগরের আম্বানি রিসোর্টে অনুষ্ঠানের জন্য খরচ করা হয়েছে প্রায় ১৫ কোটি মার্কিন ডলার বা ১৬৫০ কোটি টাকা। গত বুধবার থেকে শুক্রবার পর্যন্ত চলে এই অনুষ্ঠান। যেখানে সংগীত এবং নাচ পরিবেশনের জন্য খরচ করা হয় কোটি কোটি টাকা। এই অনুষ্ঠানের জন্য প্রায় ১৩০টি ফ্লাইটে অতিথিরা জামনগরে পৌঁছান। বেশির ভাগ অতিথি ছিলেন বিলাসী তাঁবুতে। আয়োজনের আগত অতিথিদের সাজসজ্জা যেমন- মেকআপ আর্টিস্ট, হেয়ার স্টাইলিস্ট ও ডিজাইনারদের বড় দল নিয়োজিত ছিল। আর অতিথিদের জন্য ৫০০ পদের খাবারের জন্য ১০০ বাবুর্চি নিয়োগ করা হয়। অনুষ্ঠানের আগে আম্বানি পরিবারের পক্ষ থেকে জামনগরের পাশের গ্রামগুলোর ৫১ হাজার মানুষের জন্য ভোজের আয়োজন করা হয়।

২০১৮ সালে কন্যা ইশা আম্বানির বিয়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল। ফোর্বসের হিসাব অনুযায়ী, মুকেশ আম্বানি বিশ্বের ১১তম ধনী এবং তাঁর সম্পদের পরিমাণ ১১৭ বিলিয়ন ডলার।

 

 কে এই রাধিকা? যাকে বিয়ে করছেন আম্বানিপুত্র...

রাজকীয়ভাবে সম্পন্ন হতে যাচ্ছে আম্বানির ছোট ছেলের বিয়ে। তবে আলোচনা হচ্ছে, ভারতের এই ধনী পরিবারের ছোট ছেলে কাকে বিয়ে করতে যাচ্ছেন? জানা গেছে, রাধিকা-অনন্ত ছোটবেলার বন্ধু। ভারতীয় সংবাদমাধ্যমের খবর, রাধিকার বাবা এনকোর হেলথকেয়ারের সিইও বীরেন মার্চেন্ট। মা শায়লা মার্চেন্ট। তাঁদের একমাত্র কন্যা রাধিকা। তাঁর আরও একটি পরিচয় রয়েছে। তিনি শাস্ত্রীয় নৃত্য ভরতনাট্যমেও বিশেষ পারদর্শী। মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে এবং পরবর্তীতে অর্থনীতিতে পড়ালেখা করেছেন। বই পড়া, সাঁতার কাটা ও নৃত্য পরিবেশনে পারদর্শী রাধিকা।

 

বিবাহপূর্ব অনুষ্ঠানের অতিথি

বিয়ের বাদ্যি বেজেছে আম্বানি পরিবারে। রাধিকা-অনন্তের বিবাহ পূর্ব অনুষ্ঠানে আসেন অমিতাভ বচ্চন-জয়া বচ্চন, শাহরুখ খান, আমির খান, সালমান খান, ঐশ্বরিয়া রাই বচ্চন, অভিষেক বচ্চন, অক্ষয় কুমাররা। দেখা গেছে রণবীর-দীপিকা, রণবীর-আলিয়া, কাজল-অজয়, ভিকি-ক্যাটরিনাকে। সাইফ আলি খান, বরুণ ধাওয়ান, সিদ্ধার্থ মালহোত্রা, ইশা আম্বানির বেস্ট ফ্রেন্ড কিয়ারা আদবানি, অনিল কাপুর, জাহ্নবী কাপুর, মাধুরী দীক্ষিত, অনন্যা পান্ডে, আদিত্য কাপুররা। আয়োজনে ছিলেন পপ তারকা রিয়ানা, বিয়ন্সে, ক্রিস মার্টিনেজ, ম্যারন-৫ ব্যান্ড। রিয়ানা। সঙ্গে ছিলেন অরিজিৎ সিং, দিলজিৎসহ অনেক গায়ক। শচিন টেন্ডুলকার, ধোনি, রোহিত শর্মা, ইশান কিষাণ, শুভমন গিলরাও ছিলেন। তিন দিনব্যাপী এই অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন মাইক্রোসফট কর্তা বিল গেটস, মেটার সিইও মার্ক জাকারবার্গ, ডিজনির সিইও বব ইগার, অ্যাডোব-এর সিইও শান্তনু নারায়ণ, ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইভাঙ্কা ট্রাম্প, ভুটানের রাজা-রানির মতো ব্যক্তিরা।

 

তারকাসমৃদ্ধ অতিথি তালিকা, মুখরোচক খাবার, চমৎকার ও জমকালো সাজসজ্জা এবং আকর্ষণীয় পারফরম্যান্স- জামনগরের আম্বানি ব্যাশে এমন কিছু দেখা গেল ১ থেকে ৩ মার্চ টানা তিন দিন...

বিবাহপূর্ব অনুষ্ঠানে রিয়ানাসহ তারকারা কত নিলেন?

ভারতের গুজরাটের জামনগরের আম্বানি ব্যাশে শেষ হয়েছে তিন দিনের বিবাহপূর্ব আড়ম্বরপূর্ণ আয়োজন। ভারতের সবচেয়ে বড় ধনী মুকেশ আম্বানি পরিবারের বিয়ে বলে কথা! অনন্ত-রাধিকার বিবাহপূর্ব অনুষ্ঠান। সংগীত পরিবেশন করেছেন বিশ্বের নামিদামি তারকারা। বলিউড সুপারস্টাররা নাচের তালে মাতিয়ে তোললেন অতিথিদের। যেখানে ছিলেন গ্লোবাল পপতারকা রিয়ানা। তিন ঘণ্টার কনসার্টে রিয়ানার সঙ্গে একপর্যায়ে মঞ্চে নাচেন জাহ্নবী কাপুর। পপসংগীত পরিবেশনের জন্য রিহানা কত পারিশ্রমিক নিয়েছেন তা আড়ালেই রয়ে গেল। তবে এক রিপোর্ট অনুসারে, রিয়ানা ব্যক্তিগত অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য ১.৫ মিলিয়ন (১২ কোটি টাকা) থেকে ৮ মিলিয়ন (৬৬ কোটি টাকা) পর্যন্ত নেন।

২০১৮ সালে আম্বানি কন্যার বিয়ের অনুষ্ঠানেও ছিলেন হলিউড সুপারস্টার বিয়ন্সে। এবারও ব্যতিক্রম নন। বিয়ন্সে ব্যক্তিগত অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য ৪ মিলিয়ন ডলার (৩৩ কোটি টাকা) নেন। আম্বানির বড় ছেলে আকাশ আম্বানির বিয়ে মাতিয়েছিলেন ক্রিস মার্টিনেজ। এবার পারফর্ম করলেন অনন্ত আম্বানির বিবাহপূর্ব অনুষ্ঠানে। তিনি ব্যক্তিগত পারফরম্যান্সে বুকিং ফি ৯ হাজার ৯৯৯ ডলার (প্রায় ৮ কোটি টাকা) নেন। সূত্রের খবর, শাহরুখ প্রায় ২ থেকে ৩ কোটি টাকা নিয়েছেন আম্বানিদের থেকে। আলিয়া ভট্ট পেয়েছেন প্রায় ১.৫ কোটি টাকা। হলিউডের জনপ্রিয় ব্যান্ড ম্যারন-৫ অনন্ত-রাধিকার বিবাহপূর্ব আয়োজনে পারফরম্যান্স প্রদানের জন্য দলটি ১-১.৫ মিলিয়ন ডলার (৮ কোটি-১২ কোটি টাকা) নেন। গান শোনান পাঞ্জাবের শিল্পী দিলজিৎ দোশানজ, ভারতীয় শিল্পী অরিজিৎ সিং। মায়াবী জাদু পরিবেশন করেন মার্কিন জাদুশিল্পী ডেভিড ব্লেইনও।

 

শ্বশুরবাড়ির দিক থেকে কে বেশি বড়লোক

মুকেশ আম্বানি নিজে ভারতের ধনবান ব্যক্তি। অগাধ সম্পত্তি, ব্যবসা তাঁর। বিত্তের দিক দিয়ে তাঁর বেয়াইরাও কম যান না। আম্বানির কন্যা ইশা আম্বানির বিয়ে হয়েছে অজয় পরিমলের ছেলে আনন্দ পরিমলের সঙ্গে। মুকেশের তিন বেয়াইয়ের মধ্যে তাঁরাই সবচেয়ে বেশি বড়লোক। তাঁদের আছে একাধিক ব্যবসা। তাদের মোট সম্পত্তি ৪.২ বিলিয়ন বা ৩৪,৮৯৮ কোটি। এরপর আছে মেহতারা। অর্থাৎ আকাশ আম্বানির শ্বশুরবাড়ি। তাঁর সঙ্গে শ্লোক মেহতার বিয়ে হয়েছে। শ্লোকের বাবা-মা হলেন রাসেল মেহতা এবং মোনা মেহতা। তাঁরা রোজি ব্লু ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর। তাঁদের মোট সম্পত্তি হলো ১ হাজার ৮৪৪ কোটি টাকা। সবার শেষে আছেন রাধিকা মার্চেন্টের পরিবার। রাধিকার বাবা হলেন বীরেন মার্চেন্ট। তিনি এনকোর হেলথকেয়ারের প্রতিষ্ঠাতা এবং সিইও। তাঁর মোট সম্পত্তি হলো ৭৫৫ কোটি টাকার।

 

আলোচনায় ১৪ কোটির ঘড়ি

আম্বানিপুত্রের বিবাহপূর্ব অনুষ্ঠানে অতিথি হয়েছিলেন বিশ্বের শীর্ষ নামজাদা ব্যক্তিরা। সেই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মেটার সিইও মার্ক জাকারবার্গ এবং তাঁর স্ত্রী প্রিসসিলা চ্যান। সেখানে অনন্ত আম্বানির সঙ্গে কথা বলছিলেন মার্ক জাকারবার্গ এবং তার স্ত্রী। তখনই তাঁদের নজর যায় অনন্তের হাতের দিকে। অনন্ত একটি ১৪ কোটি টাকার রিচার্ড মিলির ঘড়ি পরেছিলেন। সেটা দেখেই মুগ্ধ হয়ে যান মার্ক এবং চ্যান। চ্যান অনন্তকে বলেন, ‘ঘড়িটা তো দুর্দান্ত। দারুণ দেখতে।’ সেটা শুনে মার্ক সম্মতি জানিয়ে বলেন, ‘হ্যাঁ, আমি ওকে আগেই বলেছি।’ এরপর তিনি জানান, ‘আমি কখনো ঘড়ি কিনতে চাইনি। কিন্তু এটা দেখে মনে হচ্ছে ঘড়ি বেশ দারুণ একটা ব্যাপার। আমারও এটা চাই।’

 

বিবাহপূর্ব আয়োজনে ৫০০ পদের খাবার!

অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ে আগামী ১২ জুলাই। এর আগেই বিয়ে উপলক্ষে গুজরাটের জামনগরে হয়ে গেল তিন দিনের বিবাহপূর্ব অনুষ্ঠান। দেশ-বিদেশের গণ্যমান্য ব্যক্তিরা ছাড়াও উপস্থিত ছিলেন ক্রীড়াঙ্গন ও হলিউড-বলিউড তারকা। কনিষ্ঠপুত্রের বিয়ের এমন জমকালো আয়োজনে অতিথিদের জন্য তিন দিনে ৫০০-এর বেশি পদের রান্না করান মুকেশ আম্বানি। জানা গেছে, খাবারের বিশেষ তালিকায় থাকছে চাট, কচুরি, জিলিপি। এসব রান্নার জন্য ডাক পেয়েছেন জার্ডিয়ান্স হোটেলের বাবুর্চিরা। হোটেলের ডিরেক্টর প্রবীর শর্মা জানান, তিন দিনের অনুষ্ঠানের রান্নায় ছিলেন ৬৫ জন বাবুর্চি। বিশেষ খাবার ছাড়াও অতিথিদের জন্য থাকবে জাপানি, থাই, মেক্সিকান এবং পারসি খাবার। শুধু প্রাতঃরাশের জন্যই ছিল ৭৫ রকমের পদ। মধ্যাহ্নভোজে ২২৫ রকমের, নৈশভোজে ২৭৫ রকম পদ এবং মধ্যরাত থেকে ভোর ৪টা পর্যন্ত ছিল ৮৫ রকমের পদ। এমন করে চলে তিন দিন। তবে একটি পদও দ্বিতীয় পাওয়া যায়নি।

 

এক মঞ্চে তিন খান!

এমন মাহেন্দ্রক্ষণ খুব কমই আসে। বলিউড বাদশাহ শাহরুখ খান, বলিউডের ভাইজান সালমান খান এবং বলিউড পারফেক্ট ম্যান আমির খান এলেন এক মঞ্চে। আম্বানিপুত্রের বিবাহপূর্ব আয়োজনের মঞ্চে ফুটে উঠল তিন খানের বন্ধুত্ব। গুঞ্জন আছে- তাঁরা একে অন্যকে প্রতিদ্বন্দ্বী বলেই মনে করেন। তবে সেসব পেছনে ফেলে হেসে-মজা করে একে অন্যের সঙ্গে নাচে পা মেলালেন শাহরুখ, আমির, সালমান। তিন খান আবার একে অন্যের সিগনেচার পোজ নকলও করলেন! সঙ্গে ছিলেন আরেক সুপারস্টার রাম চরণ। বিবাহপূর্ব অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল পপতারকা রিয়ানা। দ্বিতীয় দিন কাঁপান বলিউডের তারকারা এবং অবশ্যই তাতে হাজির বলিউডের তিন খান। পা মেলালেন ‘নাটু নাটু’ গানে হাসিমুখে একে অন্যের সঙ্গে।

 

 আগত অতিথিদের জন্য গোটা একটি বিমানবন্দর!

আম্বানির অতিথিদের জন্য বদলে গেছে পাক সীমান্তবর্তী জামনগর বিমানবন্দর। এটি কেবল ভারতীয় বিমানবাহিনী ব্যবহার করত। তবে আম্বানিপুত্রের বিয়ের আনুষ্ঠানিকতার জন্য গোলাপি, কমলা আর নীল কাপড়ে ঢেকে ফেলা হয় লাউঞ্জ। ভারতীয় ঐতিহ্য মেনে অতিথিদের স্বাগত জানাতে বিমানবন্দরের বাইরে রাখা হয় দুটি প্রদীপ এবং সুবিশাল পেইন্টিং। জানা গেছে, চালু করা হয়েছে ইমিগ্রেশন, কাস্টমস বিভাগ। বেড়েছে বিমানবন্দরের ব্যস্ততাও।

 

অনুষ্ঠানে দামি গাড়ির বহর

বিশ্বের ব্যয়বহুল বিবাহপূর্ব অনুষ্ঠানের সাক্ষী গুজরাটের জামনগর। শিল্পপতি, রাজনৈতিক ব্যক্তিত্ব,  হলিউড-বলিউড তারকারাও ছিলেন এ অনুষ্ঠানে। আর তাই তো আয়োজনে কোনো ফাঁক রাখতে চায়নি আম্বানি পরিবার। ১ থেকে ৩ মার্চ পর্যন্ত জামনগরে চলে অনুষ্ঠান। বিয়ের ভেন্যুতে দৃষ্টি আকর্ষণ করেছে দামি দামি সব গাড়ি। জামনগর বিমানবন্দর থেকে অতিথিদের আপ্যায়নের জন্য ছিল রোলস রয়েস, বিএমডব্লিউ-এর মতো গাড়ি। সারি সারি ব্রিটিশ লাক্সারি গাড়ি নজরে এসেছে। ছিল পরিবেশবান্ধব ইকো ফ্রেন্ডলি BMW-ও। এ ছাড়া মুকেশ আম্বানির গাড়ির কালেকশন নেহায়েত কম নয়। ২০২২ সালে ১৩.১৪ কোটি দিয়ে রোলস রয়েস কুলিনান কিনেছিলেন তিনি। BMW760Li নামের একটি বিলাসবহুল গাড়ি রয়েছে তাঁর।

সর্বশেষ খবর