রবিবার, ১২ মে, ২০২৪ ০০:০০ টা

সুখী মায়ের ঠিকানা

রকমারি ডেস্ক

সুখী মায়ের ঠিকানা

স্ক্যান্ডেনেভিয়ার পাঁচটি দেশই ঘুরেফিরে বিশ্বের সুখী দেশের তালিকায় উঠে আসে। পৃথিবীর সবচেয়ে নিরাপদ দেশের তালিকায়ও এই দেশগুলোর নামই থাকছে। সেই সূত্র ধরে মায়ের জন্য নিরাপদ ও সুখী দেশের তালিকায় বারবার নাম লেখাচ্ছে স্ক্যান্ডেনেভিয়ার কোনো না কোনো দেশ। এবার নরওয়ে মায়েদের জন্য নিরাপদ দেশ হিসেবে নাম লেখালো। এই দেশে মায়েরা সবচেয়ে নিরাপদ বোধ করে। সেই সঙ্গে রয়েছে সর্বোচ্চ মাতৃস্বাস্থ্য সুব্যবস্থা ও নারীবান্ধব কর্মক্ষেত্র।

এখানে নারীরা সর্বোচ্চ নিরাপদ বোধ করেন বলেই উঠে আসে বিভিন্ন গবেষণা সংস্থার সমীক্ষায়। জাতিসংঘের সেভ দ্য চিলড্রেন এ বিষয়ে তাদের বার্ষিক রিপোর্টে বলেছে, বিশ্বে মা হওয়ার জন্য সেরা দেশ নরওয়ে। সেখানে মা ও শিশুর স্বাস্থ্য ব্যবস্থা, লেখাপড়া, মায়েদের আয় এবং সামাজিক অবস্থান অন্যান্য দেশের তুলনায় সবচেয়ে ওপরে। সেখানে শিশুর জন্মের পর মা ও শিশুকে বিশেষভাবে যত্ন নেওয়া হয়ে থাকে। সেভ দ্য চিলড্রেন ১৬তম বার্ষিক মাদার্স ইনডেক্সে মায়ের স্বাস্থ্য, শিক্ষা, আয় ও নারীর অবস্থান সম্পর্কিত পাঁচটি নির্দেশকের ওপর ভিত্তি করে ১৭৯টি দেশের এ হার প্রকাশ করা হয়। এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের অবস্থান ৩৩, যা আগে ছিল ৩১। মাদার্স ইনডেক্স স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলো সব সময় এগিয়ে থাকে। অন্যদিকে, সন্তান জš§ দেওয়ার সময় মারা যাওয়ার ঘটনা একজন পোলিশ নারীর তুলনায় একজন আমেরিকান নারীর ক্ষেত্রে ১০ গুণ বেশি। আর সবচেয়ে খারাপ জায়গা সোমালিয়া। এরপরই অবস্থান কঙ্গো এবং মধ্য আফ্রিকার। এর আগে মায়েদের জন্য সুখী ঠিকানা ছিল ফিনল্যান্ড। উন্নত দেশগুলোতে মায়েদের জন্য স্বাস্থ্য সুরক্ষার পাশাপাশি সন্তান পালনের বিভিন্ন সূচকে মায়েদের ভিন্ন ভিন্ন মত পাওয়া যায়।        

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর