বুধবার, ১৫ মে, ২০২৪ ০০:০০ টা

গরমের খাবার

গরমের খাবার

জ্যৈষ্ঠের প্রচণ্ডু গরমে চাই স্বাস্থ্যকর উপাদেয় খাবার। মাছের খাবারের রেসিপি দিচ্ছেন রন্ধনশিল্পী- সোনিয়া রহমান

 

ভাপা রুই

উপকরণ

৫ টুকরো রুই মাছ, ১ চা চামচ কালো সর্ষে, ১/২ চা চামচ সাদা সর্ষে, ২ টেবিল চামচ পোস্তদানা, ১ মুঠো নারকেল কুচি, ১টি পিঁয়াজ, কোয়া রসুন, ১০টি কাঁচামরিচ, ১/২ চা চামচ হলুদ গুঁড়ো, ১/২ চা চামচ জিরে গুঁড়ো, ১/২ চা চামচ/স্বাদমতো লবণ, ১ টেবিল চামচ সর্ষের তেল, ১ মুঠো ধনেপাতা কুচি, ১টি লেবু।

 

প্রণালি

রুই মাছের পিসগুলোতে লবণ ও লেবুর রস মাখিয়ে রাখুন কিছুক্ষণ। এবার মাছগুলোকে চেরা কাঁচামরিচ, ধনেপাতা কুচি ও সরষের তেল দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখুন। পোস্ত, সর্ষে, কাঁচামরিচ (তিনটি), রসুন কোয়া নারকেল কুচি পিঁয়াজ কুচি ও লবণ দিয়ে ব্লেন্ড করে নিন। একটি পাত্রে মিশ্রণটি নিয়ে তাতে জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো ও লবণ দিয়ে মিশিয়ে নিন। এবার একটি কড়াইয়ে পানি গরম করে পাত্রে বসিয়ে মিডিয়াম আঁচে ২০ মিনিট ঢাকা দিয়ে রান্না করে গরম গরম পরিবেশন করতে হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর