বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪ ০০:০০ টা

আলোচনায় অর্থনীতি বাসস্থান ইমিগ্রেশন স্বাস্থ্যসেবা

আলোচনায় অর্থনীতি বাসস্থান ইমিগ্রেশন স্বাস্থ্যসেবা

আজ ৪ জুলাই। দিনটি ব্রিটিশদের সঙ্গে সঙ্গে অভিবাসীদের জন্যও অনেক গুরুত্বপূর্ণ। এই নির্বাচন ঘিরে আলোচনা, সমালোচনা ও বিতর্কের মুখোমুখি হয়েছেন প্রার্থীরা। দেশটিতে ৪ হাজার প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করছেন, যা অন্য যে কোনো সময়ের তুলনায় সর্বোচ্চ। তবে বড় দুই দল অর্থনৈতিক স্থবিরতা, আবাসন সংকট, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, অভিবাসন, স্বাস্থ্যসেবা ও বৈদেশিক নীতির বিষয়গুলো নিয়ে আলোচনা বেশি করছে। যুক্তরাজ্যের যে কোনো সরকারের জন্য সবচেয়ে বড় মাথাব্যথার কারণ হচ্ছে অর্থনৈতিক অচলাবস্থা। ইনস্টিটিউট ফর ফিসক্যাল স্টাডিজের মতে, গত ১৫ বছরের মধ্যে যুক্তরাজ্যে সবচেয়ে খারাপ আয়ের প্রবৃদ্ধি দেখা গেছে। ব্রিটিশরা জীবনযাত্রার ব্যয় সংকটের সঙ্গেও লড়াই করছে।

সর্বশেষ খবর