বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪ ০০:০০ টা

বাংলাদেশ নিয়ে স্টারমারের মন্তব্য, তোলপাড় যুক্তরাজ্যে

যুক্তরাজ্য প্রতিনিধি

বাংলাদেশ নিয়ে স্টারমারের মন্তব্য, তোলপাড় যুক্তরাজ্যে

অবৈধ অভিবাসী মোকাবিলার বিষয়ে উদাহরণ দিতে গিয়ে বাংলাদেশ প্রসঙ্গ টেনে করা মন্তব্যের জন্য ভুল স্বীকার করেছেন যুক্তরাজ্যের প্রধান বিরোধী দল লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার। তিনি যে মন্তব্য করেছেন তা আনাড়ির পর্যায়ে বলেও জানিয়েছেন। একই সঙ্গে বাংলাদেশের ভূয়সী প্রশংসাও করেছেন।

যুক্তরাজ্যে জাতীয় নির্বাচনের আগে তার মন্তব্য নিয়ে নিজ দলের বাংলাদেশি বংশোদ্ভূত লেবার এমপিদের কড়া প্রতিবাদ এবং দেশটির বাংলাদেশি কমিউনিটিতে চলা উদ্বেগের মাঝে তিনি নিজের অবস্থান থেকে সরে দাঁড়ালেন। সুর পাল্টিয়ে বলেন, যুক্তরাজ্যের অর্থনীতি ও সংস্কৃতিতে বাংলাদেশিদের অনেক অবদান আছে। লেবার পার্টি এবং বাংলাদেশি কমিউনিটির মধ্যে দৃঢ় বন্ধন রয়েছে। আমার সঙ্গেও বাংলাদেশি কমিউনিটির বন্ধন খুবই শক্তিশালী।’

দেশটিতে সাধারণ নির্বাচন সামনে রেখে সম্প্রতি ডেইলি সান আয়োজিত এক নির্বাচনি বিতর্কে যোগ দেন স্টারমার। অবৈধ অভিবাসী বিষয়ে বর্তমান সরকারের ‘রুয়ান্ডা পলিসিকে’ ব্যয়বহুল উল্লেখ করে ক্ষমতায় গেলে এই নীতি বাতিলের ঘোষণা দিয়ে তিনি বলেন, দল ক্ষমতায় গেলে তার সরকার অভিবাসীরা যেখান থেকে এসেছে, সে দেশেই ফেরত পাঠাবে। বাংলাদেশের উদাহরণ টেনে ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‘এ মুহূর্তে বাংলাদেশের মতো দেশগুলো থেকে আসা মানুষজনকে ফেরত পাঠানো হচ্ছে না। কারণ বর্তমান সরকার তেমন ব্যবস্থাও দাঁড় করাতে পারেনি। লেবার পার্টি সরকারে গেলে তাদের (অভিবাসী) ফিরতি বিমানে তুলে দেওয়া হবে।’

সর্বশেষ খবর