রবিবার, ১৮ আগস্ট, ২০২৪ ০০:০০ টা
চেম্বারের শাটার ভেঙে সরাসরি গুলি

সেই ভয়াল সন্ধ্যা আমাকে সারা জীবনের জন্য পুঙ্গ করে দিল

আমি ভিতর থেকে বলছিলাম, আমি ডাক্তার। এটা আমার চেম্বার। তবুও পুলিশ কিছু শুনল না। চেম্বারের শাটার ভেঙে তারা আমার ওপর গুলি চালায়।

নিজস্ব প্রতিবেদক, রংপুর

সেই ভয়াল সন্ধ্যা আমাকে সারা জীবনের জন্য পুঙ্গ করে দিল

জাহাঙ্গীর আলম সিদ্দিকী পেশায় চিকিৎসক। ৪০ বছর ধরে রংপুর নগরীর নিউমার্কেটের দ্বিতীয় গলিতে নিজস্ব চেম্বারে রোগীদের চিকিৎসা দিয়ে আসছেন। ১৯ জুলাই সন্ধায় তিনি চেম্বারে বসা ছিলেন। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর পুলিশি অ্যাকশন শুরু হয়। সংঘর্ষ আঁচ পেয়ে ডা. জাহাঙ্গীর আলম সিদ্দিকী তার চেম্বারের শাটার নামিয়ে ফেলেন। কিন্তু পুলিশ একপর্যায়ে শাটার ভেঙে ফেলে, সরাসরি তার পায়ে গুলি করে। গুলিতে তিনি পুঙ্গত্ব বরণ করছেন। তার ওপর এই গুলির সুষ্ঠু তদন্ত ও বিচার চান তিনি। সেই দিনের সন্ধ্যার ভয়াল স্মৃতি তুলে ধরে ডা. জাহাঙ্গীর বলেন, ‘আমি গত ৪০ বছর থেকে নিউমার্কেটে মেডিসিন প্র্যাকটিস করছি। করোনা মহামারির সময়ও নিজের কথা না ভেবে মানুষের সেবায় নিয়োজিত ছিলাম। গত ১৯ জুলাই, সন্ধ্যায় পুলিশের কিছু সদস্য আমার চেম্বারের গলিতে ঢোকে। তারা ভিতরে আমার উপস্থিতি বুঝতে পেরে চেম্বারের শাটারের মধ্যে বন্দুক দিয়ে আঘাত শুরু করে। তখন আমি ভিতর থেকে বলছিলাম, আমি ডাক্তার। এটা আমার চেম্বার। তবুও তারা কিছু শুনল না। চেম্বারের শাটার ভেঙে পুলিশ আমার ওপর গুলি চালায়। এর ফলে আমার বাম পায়ের রগ ছিঁড়ে যায়। এই গুলি আমাকে সারা জীবনের জন্য পুঙ্গ করে দিয়েছে। রংপুর ও ঢাকার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে আমি চিকিৎসার জন্য গিয়েছি। কিন্তু গুলিবিদ্ধ রোগীকে কেউ গ্রহণ করতে চায়নি। আমি ডাক্তার হওয়া সত্ত্বেও নানা রকম বিড়ম্বনা ও হেনস্থার শিকার হতে হয়েছে।’ তিনি আরও বলেন, ‘আমি কোনো রাজনীতি করি না, আমি কারও সঙ্গে কখনো কোনো অন্যায় করিনি। আমি জনগণের সেবক হিসেবে কাজ করে আসছি। তবুও কেন আমার সঙ্গে এত বড় অন্যায় করা হলো? আমি এর সুষ্ঠু বিচার এবং তদন্ত চাই। যারা এর জন্য দায়ী, যারা জড়িত রয়েছে তাদের সবার বিচার চাই।’

সর্বশেষ খবর