শিরোনাম
সোমবার, ১৯ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

ঘরে গেলে ওর মা প্রশ্ন করে মাহফুজ কোথায়

একমাত্র ছেলের শোক সামলাতে ছাত্রদের মিছিলে যান আবদুল মান্নান

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি

ঘরে গেলে ওর মা প্রশ্ন করে মাহফুজ কোথায়

১৯ জুলাই জুমার নামাজ শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে নেমে গুলিবিদ্ধ হয়ে মারা যায় মাহফুজ। সে বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার বাইনতলা গ্রামের আবদুল মান্নান হাওলাদারের ছেলে। মাহফুজের পিতা ক্ষুদ্র ব্যবসায়ী আবদুল মান্নান বলেন, ১৯ আগস্ট মাহফুজ গুলিবিদ্ধ হয়ে মারা যায়। ২০ আগস্ট সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে তার লাশ খুঁজে পাই। ওই দিনই পোস্টমর্টেম ছাড়া হাসপাতাল থেকে লাশ নিয়ে রাত ১০টায় বাইনতলা গ্রামের পৌঁছান আবদুল মান্নান। কোনোমতে জানাজা নামাজ সেরে পারিবারিক কবরস্থানে মাহফুজকে দাফন করা হয়। দাফনের পরেই গ্রেফতার এড়াতে বাড়ি ছেড়ে পালিয়ে বরগুনায় চলে যান তিনি। একমাত্র ছেলের শোক সামলাতে ছাত্রদের মিছিলে সময় দেন আবদুল মান্নান। মিছিল দেখলে আর মনে কষ্ট থাকে না। ৫ আগস্টের পরে আবদুল মান্নান বাড়ি ফেরেন। মাহফুজের স্বপ্ন ছিল সেনাবাহিনীতে যোগ দিয়ে দেশের জন্য নিজেকে উৎসর্গ করবে। সংসারের হাল ধরবে। কিন্তু বুলেট সব স্বপ্ন চুরমার করে দিয়েছে তার ও তার পরিবারের। শোকাহত পিতা আবদুল মান্নান এ প্রসঙ্গে বলেন, সংসারের হাল ধরার মতো আমার আর কেউ রইল না। আমার ছেলের নাম শহিদী তালিকায় থাকবে, এতেই আমি গর্বিত।  চোখের পানিতে বুক ভাসিয়ে আবদুল মান্নান আরও বলেন, ‘আমি ঘরে গেলে ওর মা আমাকে প্রশ্ন করে মাহফুজ কোথায়? ওর বোনেরা কাঁদে ভাইয়ের জন্য। ওই সময় কারও প্রশ্নের উত্তর দিতে না পেরে নিজের বুকটা ভারি হয়ে ওঠে।’

সর্বশেষ খবর