২৩ ডিসেম্বর, ২০১৮ ২২:৩৪

টাঙ্গাইল-৫ আসনের এমপি প্রার্থীরা সুজনের মুখোমুখি

টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইল-৫ আসনের এমপি প্রার্থীরা সুজনের মুখোমুখি

একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে টাঙ্গাইল-৫ (সদর) আসনের এমপি প্রার্থীদের এক মঞ্চে হাজির করে জনগণের মুখোমুখি করা হয়। আজ রবিবার বিকেলে টাঙ্গাইল শহরের শহীদ মিনার চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করে সুশাসনের জন্য নাগরিক-সুজন টাঙ্গাইল জেলা শাখা। অনুষ্ঠানের এক পর্যায় এমপি প্রার্থীরা একে অন্যের হাত ধরে সৌহাদ্য প্রকাশ করেন। 

অনুষ্ঠানে টাঙ্গাইল-৫ (সদর) আসনের এমপি প্রার্থীদের মধ্যে বক্তৃতা করেন আওয়ামী লীগের প্রার্থী ছানোয়ার হোসেন, বিএনপির প্রার্থী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান, জাতীয় পার্টির প্রার্থী পীরজাদা সফিউল্লাহ আল মুনির, ইসলামী আন্দোলনের খন্দকার ছানোয়ার হোসেন, বিএনএফ’র শামীম আল মামুন, ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী আবু তাহের। এসময় তারা জনগণের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুজন টাঙ্গাইল জেলা শাখার সভাপতি খান মোহাম্মদ খালেদ। ভোটারদের শপথবাক্য পাঠ করান আয়োজক সংগঠনের সহ-সভাপতি হারুন অর রশিদ। অনুষ্ঠানে সুজনের পক্ষ থেকে প্রার্থীদেরজন্য অঙ্গীকারনামা পাঠ করেন সুজন টাঙ্গাইল জেলা শাখার নির্বাহী সদস্য আল রুহী। পরে সে অঙ্গীকারনামায় প্রার্থীরা স্বাক্ষর করেন। অনুষ্ঠানের নিয়মাবলি পাঠ করেন আয়োজক সংগঠনের নির্বাহী সদস্য অ্যাডভোকেট এমএ করিম মিঞা। অনুষ্ঠান সঞ্চালন করেন সুজন টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক তরুণ ইউসুফ।

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর