২৪ ডিসেম্বর, ২০১৮ ১৪:০৩

বিকল্পধারার ইশতেহারে 'আগামী দিনের সনদ'

নিজস্ব প্রতিবেদক

বিকল্পধারার ইশতেহারে 'আগামী দিনের সনদ'

শান্তি-সুখের বাংলাদেশ গড়ার রাজনৈতিক লক্ষ্য নিয়ে ৮ বিষয়ে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে বিকল্পধারা বাংলাদেশ ও যুক্তফ্রন্ট। রাজধানীর একটি হোটেলে আজ সোমবার দুপুরে দলটি এক সংবাদ সম্মেলনে এ ইশতেহারে ঘোষণা করে।

ইশতেহারে আইন প্রণয়ন এবং প্রশাসনিক সংস্কার, অর্থনৈতিক ও সামাজিক কর্মসূচি, কৃষি এবং কৃষকের উন্নয়ন, শিক্ষাব্যবস্থা, গণতন্ত্র ও ভারসাম্যের রাজনীতি, পরিবেশ, নিরাপত্তা এবং আইন-শৃংখলা, পররাষ্ট্র বিষয়ক নীতি নিয়ে বিস্তারিত প্রস্তাবনা দেয়া হয়েছে।

সংসদের সদস্য সংখ্যা বাড়ানো, যুব কমিশন গঠন, আলাদা পাট মন্ত্রণালয় প্রতিষ্ঠা, মন্ত্রীসভায় কমপক্ষে ২০ শতাংশ নারীদের এবং ২০ শতাংশ বিশেষজ্ঞদের জন্য আসন সংরক্ষণ, সংসদে নারী আসন ৭০-এ উন্নীতকরণ, শ্রমজীবী সংখ্যালঘুদের মন্ত্রীসভায় স্থান দেওয়া, সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংস্কার এবং প্রচলিত ওষুধ আন্তর্জাতিক মানে উন্নীতকরণসহ ইশতেহারে বিভিন্ন প্রস্তাব দেওয়া হয়েছে।

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর