২৪ ডিসেম্বর, ২০১৮ ১৫:৪৯

জাতীয় নির্বাচনে ইমামদের সঠিক সিদ্ধান্ত নেওয়ার আহ্বান

দিনাজপুর প্রতিনিধি:

জাতীয় নির্বাচনে ইমামদের সঠিক সিদ্ধান্ত নেওয়ার আহ্বান

দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের নৌকার প্রার্থী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, সরকার ইসলামকে অগ্রাধিকার দিয়ে কওমী মাদ্রাসাগুলোর স্বীকৃতি দিয়েছে। দাওরায়ে হাদিসকে মাস্টার্স সমমর্যাদা দিয়েছে। আগামী দিনে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় নির্বাচনে ইমামদের সঠিক সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান তিনি।

আজ বিরল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সভাকক্ষে বাংলাদেশ ইমাম সমিতি বিরল উপজেলা শাখা’র নেতৃবৃন্দ, ইমাম ও মুয়াজ্জিনদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

এ সময় ইমাম সমিতির সভাপতি আলহাজ মাও. মো. মনছুর আলীর সভাপতিত্বে সভায় উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ এম আব্দুল লতিফ, সাধারণ সম্পাদক এ কে এম মোস্তাফিজুর রহমান বাবু, সহ-সভাপতি ও  পৌর মেয়র আলহাজ সবুজার সিদ্দিক সাগর, যুবলীগ সভাপতি আব্দুল মালেক, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শফিকুল ইসলাম শফিক, ছাত্রলীগের সভাপতি সারওয়ারুল ইসলাম রাসেল প্রমুখ উপস্থিত ছিলেন।

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর