২৪ ডিসেম্বর, ২০১৮ ১৬:৫৭

দিনাজপুরের ৬টি আসনে হাতপাখার প্রচার-প্রচারণা

দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরের ৬টি আসনে হাতপাখার প্রচার-প্রচারণা

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুরের ৬টি আসনেই প্রতিদ্বন্দ্বিতা করছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ'র প্রার্থীরা। শীতের তীব্রতাকে পিছনে ফেলে নির্বাচনী উত্তাপে তারা হাতপাখা নিয়ে ভোটের মাঠে চষে বেড়াচ্ছেন। তাদের ভোটের মাঠে পোষ্টার-ব্যানার নেই বললেই চলে। তবে নীরবে তারা ভোটারের দরজায় দরজায় কড়া নাড়ছেন এবং গানে-মাইকে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। 

সদরের পুলহাট, ফুলতলাসহ বিভিন্ন এলাকায় গনসংযোগকালে দিনাজপুর-৩ (সদর) আসনের প্রার্থী মো. খায়রুজ্জামান জানান, ইসলামী আন্দোলন বাংলাদেশের দিনাজপুর-১ আসনের প্রার্থীকে বাধা দেওয়া হয়েছিল। তবে আমাকে কেউ বাধা দেয়নি। পোস্টারে আমরা পিছিয়ে। আমরা মনে করি সুন্দর সুষ্ঠুভাবে ভোট গ্রহন হয় এবং ভোটাররা ভোটকেন্দ্রে ভোট দিতে পারে তাহলে আমি বিজয়ী হওয়ার আশা রাখি। 

৬টি আসনে হাতপাখা মার্কা নিয়ে ভোটের মাঠে প্রচারণা চালাচ্ছেন দিনাজপুর-১(বীরগঞ্জ-কাহারোল) আসনে আশরাফুল আলম, দিনাজপুর-২(বোচাগঞ্জ-বিরল) আসনে হাবিবুর রহমান, দিনাজপুর-৩(সদর) আসনে মো. খায়রুজ্জামান, দিনাজপুর-৪(চিরিরবন্দর-খানসামা) আসনে মিজানুর রহমান, দিনাজপুর-৫(পার্বতীপুর-ফুলবাড়ী)আসনে মতিউর রহমান, দিনাজপুর-৬ (হাকিমপুর-ঘোড়াঘাট-বিরামপুর-নবাবগঞ্জ) আসনে নুর আলম সিদ্দিক। 

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর