২৪ ডিসেম্বর, ২০১৮ ১৮:১২

মুরাদনগর ও বাঙ্গরা থানার ওসি প্রত্যাহারের দাবি ফখরুলের

নিজস্ব প্রতিবেদক

মুরাদনগর ও বাঙ্গরা থানার ওসি প্রত্যাহারের দাবি ফখরুলের

কুমিল্লা-৩ আসনের মুরাদনগর ও বাঙ্গরা থানার দুই ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনে তাদের দ্রুত প্রত্যাহারের দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ দুপুরে নির্বাচনে কমিশনে দেয়া এক চিঠিতে তিনি এই দাবি জানান। এই আসনে ধানের শীষের প্রার্থী কে এম মজিবুল হকও একই দাবিতে নির্বাচন কমিশনে চিঠি দিয়েছেন। 

মির্জা ফখরুল চিঠিতে উল্লেখ করেন, মুরাদনগর থানার ওসি মঞ্জুরুল আলম ও বাঙ্গরা থানার ওসি মিজানুর রহমানের ছত্রছায়ায় আওয়ামী লীগের সশস্ত্র ক্যাডাররা বিএনপির প্রার্থী মজিবুল হকের কর্মী-ভোটারদের ওপর হামলা-মামলা, মারধর, হয়রানি ও ভয়ভীতি প্রদর্শন করছে। প্রার্থী, নেতাকর্মী ও সমর্থকরা গণসংযোগ, প্রচার-প্রচারণা চালাতে পারছেন না। এমন পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে মুরাদনগর ও বাঙ্গরা থানার দুই ওসিকে জরুরি ভিত্তিতে প্রত্যাহার করা প্রয়োজন। 

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর