২৪ ডিসেম্বর, ২০১৮ ১৮:২৮

সিলেটে ৭০০ সেনা মোতায়েন

নিজস্ব প্রতিবেদক, সিলেট:

সিলেটে ৭০০ সেনা মোতায়েন

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সার্বিক শান্তি শৃঙ্খলা রক্ষায় সিলেটে ৭শ’ সেনা মোতায়েন করা হয়েছে। সোমবার সকাল থেকে স্ট্রাইকিং ফোর্স হিসেবে মাঠে কাজ করছেন সেনা সদস্যরা। 

সিলেটের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা এম কাজী এমদাদুল ইসলাম সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, সিলেট সিটি করপোরেশন এলাকাসহ জেলার প্রতিটি উপজেলায় ৫০ জন করে সেনা সদস্য মোতায়েন করা হয়েছে। সবমিলিয়ে সিলেট জেলায় ৭শ’ সেনা সদস্য মোতায়েন করা হয়েছে।

উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সারাদেশের তিনশ’ সংসদীয় এলাকায় ‘ইনস্ট্রাকশন রিগার্ডিং ইন এইড টু দ্য সিভিল পাওয়ার’ অনুযায়ী সশস্ত্রবাহিনী কাজ করবে। ২৪ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত মোট ১০ দিন মাঠে থাকবেন সশস্ত্র বাহিনীর সদস্যরা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক পরিপত্রে সশস্ত্র বাহিনীর এই কর্মপরিধি নির্ধারণ করা হয়।

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর