২৪ ডিসেম্বর, ২০১৮ ২২:৪৩

যে উন্নয়ন করে তাকেই ভোট দেয়া উচিৎ : শিল্পমন্ত্রী

ঝালকাঠি প্রতিনিধি

যে  উন্নয়ন করে তাকেই ভোট দেয়া উচিৎ : শিল্পমন্ত্রী

ফাইল ছবি

ঝালকাঠি-২ আসনের নৌকার প্রার্থী আওয়ামী লীগের হ্যাভি ওয়েট নেতা শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, ভোটের অর্থ হচ্ছে এলাকার উন্নয়ন, জনগণের সুযোগ সুবিধা বৃদ্ধি করা। আর যে সরকার বা যে ব্যক্তি এলাকার উন্নয়ন করে তাকেই ভোট দেয়া উচিৎ। 

সোমবার ঝালকাঠি সদর উপজেলার কীর্ত্তিপাশা ইউনিয়নের গোবিন্দধবল গ্রামে নৌকা মার্কার নির্বাচনী পথ সভায় এ কথা বলেন তিনি। 

গত ১০ বছরে ঝালকাঠি জেলায় আওয়ামী লীগ সরকারের করা ব্যাপক উন্নয়নের কথা উল্লেখ করে আমু বলেন, আগামী ৩০ ডিসেম্বরের নির্বাচনে নৌকা মার্কায় ভোট প্রার্থনা করছি। 

এরপর শিল্পমন্ত্রী কীর্ত্তিপাশা ইউনিয়নের কীর্ত্তিপাশা বাজার, বেশাইনখান, খাজুরিয়াম ভীমরুলি, শতদশকাঠী, পাঞ্জিপুথিপাড়া গ্রামে পথসভা, উঠোন বৈঠক ও গণসংযোগে করেন। 

এসময় জেলা আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনিরসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। 

বিডি প্রতিদিন/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর