২৫ ডিসেম্বর, ২০১৮ ১৪:৪৫

ইসির বৈঠক থেকে ঐক্যফ্রন্ট নেতাদের ওয়াকআউট

অনলাইন ডেস্ক

ইসির বৈঠক থেকে ঐক্যফ্রন্ট নেতাদের ওয়াকআউট

ছবি : বাংলাদেশ প্রতিদিন

প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) আচরণে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে নির্বাচন কমিশনের বৈঠক থেকে ওয়াকআউট করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা।

নির্বাচনে সব দলের প্রার্থীদের জন্য সমান সুযোগ চেয়ে মঙ্গলবার দুপুরে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠকে বসেন ঐক্যফ্রন্টের নেতারা।

কিন্তু বৈঠকটি কিছু সময় চলার পর প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তোলে সভা বর্জন করে বেরিয়ে আসেন তারা।

বের হয়ে এসে ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, বৈঠকে প্রধান নির্বাচন কমিশনারের আচরণ পক্ষপাতমূলক মনে হয়েছে। শুরু থেকেই কমিশন একটি পক্ষের হয়ে কাজ করছে। এ অবস্থায় সুষ্ঠু নির্বাচন হওয়ার কোন সম্ভাবনা দেখা যাচ্ছে না।

তিনি বলেন, সরকার ও নির্বাচন কমিশন (ইসি) নির্বাচন বানচালের চেষ্টা করছে। এখন জনগণই ঠিক করবে তারা কী সিদ্ধান্ত নেবে।

বিডি প্রতিদিন/কালাম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর