২৫ ডিসেম্বর, ২০১৮ ১৭:০০

হামলা-মামলা-গ্রেফতারের অভিযোগ বাম জোটের

নিজস্ব প্রতিবেদক

হামলা-মামলা-গ্রেফতারের অভিযোগ বাম জোটের

সারাদেশে নির্বাচনের প্রচারণা, গণসংযোগ ও সমাবেশে সন্ত্রাসী হামলা এবং নেতা-কর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতারের অভিযোগ তুলেছে ৮ দলীয় বাম গণতান্ত্রিক জোট। 

এসব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার বাম জোটের সমন্বয়ক ও কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম বলেন, মিথ্যা মামলা ও হামলা নির্বাচনের সুষ্ঠু পরিবেশকে নষ্ট করছে। সুষ্ঠু পরিবেশ রাখার স্বার্থে বামপন্থীদের ওপর সকল- হামলা মামলা বন্ধে নির্বাচন কমিশনকে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। 

একইসঙ্গে সকল মিথ্যা মামলা ও হামলা জনগণকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করারও আহ্বান জানায় বাম জোট। 

বাম জোটের মোহাম্মদ শাহ আলম বলেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি’র কেন্দ্রীয় কমিটির সদস্য, নওগাঁ-৪ আসনে কাস্তে প্রতীকে প্রতিদ্বন্দ্বিতাকারী ডা. ফজলুর রহমানের নির্বাচনী কর্মী কাঁসোপাড়া ইউনিয়নের ইউপি সদস্য আব্দুল কুদ্দুসকে সোমবার দিবাগত রাত ২টায় আওয়ামী লীগ অফিসে ভাঙচুরের মিথ্যা মামলায় গ্রেফতার করা হয়। 

মিথ্যা মামলায় গ্রেফতারের এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।

বিডি প্রতিদিন/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর