২৫ ডিসেম্বর, ২০১৮ ১৯:২৯

নাটোর-১; অবশেষে শিরিনই হলেন ধানের শীষের বৈধ প্রার্থী

নাটোর প্রতিনিধি:

নাটোর-১; অবশেষে শিরিনই হলেন ধানের শীষের বৈধ প্রার্থী

ফাইল ছবি

লালপুর ও বাগাতিপাড়া উপজলা নিয়ে গঠিত নাটোর-১ আসনে আইনী জটিলতা কাটিয়ে অবশেষে কামরুন নাহার শিরিন ধানের শীষ প্রতীক পেয়ে মঙ্গলবার থেকে মাঠে নেমেছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে তাঁকে ধানের শীষ প্রতীক মনোনয়ন দেওয়া হলেও পরে ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে সাবেক বিএনপি নেতা মঞ্জরুল ইসলাম বিমলকে কৃষক শ্রমিক জনতা লীগের প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

এরপর থেকে বিমলই ধানের শীষ প্রার্থী হিসেবে নাটোর- আসনে প্রচার-প্রচারণা চালাতে থাকেন। সাবেক মন্ত্রী মরহুম ফজলুর রহমানের স্ত্রী বিএনপি নেত্রী কামরুন নাহার শিরিন ঐক্যফ্রন্টের ওই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট করেন। রিটের শুনানী শেষে আদালত মঞ্জরুল ইসলাম বিমলের পরিবর্তে কামরুন নাহার শিরিনকে ধানের শীষের বৈধ প্রার্থী বলে আদেশ দেয়। বিমল ওই আদেশের বিরুদ্ধে চেম্বার জজ এ আপীল করলে শুনানী শেষে তা খারিজ হয়ে যাওয়ায় নাটোর-১ আসনে ঐক্যফ্রন্টের পক্ষে অধ্যক্ষ কামরুন নাহার শিরিনই এখন ধানের শীষের বৈধ প্রার্থী থাকছেন।
 
বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর