২৫ ডিসেম্বর, ২০১৮ ২১:১৮

শিল্পমন্ত্রীর নৌকায় উঠলেন লাঙ্গলের প্রার্থী এমএ কুদ্দুস

ঝালকাঠি প্রতিনিধি:

শিল্পমন্ত্রীর নৌকায় উঠলেন লাঙ্গলের প্রার্থী এমএ কুদ্দুস

ঝালকাঠ-২ আসনের আওয়ামী লীগের প্রার্থী শিল্পমন্ত্রী আলহাজ্ব আমির হোসেন আমুকে সমর্থন দিলেন জাতীয় পার্টির প্রার্থী এমএ কুদ্দুস খান। আজ বেলা ৪ টায় শহরের সাধনার মোড়ে পথসভার মাধ্যমে এ ঘোষণা দেন জাতীয় পার্টির এই প্রার্থী। পথ সভাটি জনসভায় রুপান্তরিত হয়। জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান’র সঞ্চালনায় জেলা সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনু’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী আলহাজ্ব আমির হোসেন আমু এমপি। প্রধান বক্তা ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাস্ট্রপতি এইচ এম এরশাদ’র উপদেষ্টা ঝালকাঠি-২ আসনের এমপি প্রার্থী এমএ কুদ্দুস খান।

বক্তব্য রাখেন জেলা মহাজোটের প্রধান সমন্বয়কারী জেলা আওয়ামী লীগ’র সাধারণ সম্পাদক আলহাজ্ব এ্যাড. খান সাইফুল্লাহ পনির। অনুষ্ঠানে ঝালকাঠি পৌর মেয়ার লিয়াকত আলী তালুকদার, যুব মহিলা লীগের কেন্দ্রীয় সহ-সভাপতি কেশয়ারা সুলতানাসহ আওয়ামী লীগ জাতীয় পার্টির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শিল্পমন্ত্রী আলহাজ্ব আমির হোসেন আমু এমপি জাতীয় পার্টির সকল পর্যায়ের নেতা-কর্মীদের ধন্যবাদ জানিয়ে বলেন, আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় নির্বাচনে নৌকা প্রতীকের জন্য উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার্থে ঐক্যবদ্ধভাবে সকলকে কাজ করতে হবে। তিনি আরও বলেন, জাতীয় পার্টি মহাজোটের প্রধান শরীক হিসেবে একই আসনে আ’লীগ ও জাতীয় পার্টির প্রার্থী দেওয়া কৌশল ছিল। বিএনপি যেহেতু নির্বাচন থেকে গেছে তাই অঙ্গীকার অনুযায়ী তাদের প্রার্থীতা প্রত্যহার করা হচ্ছে। আগামী দিনের উন্নয়নকে তরান্বিত করতে মহাজোটকে ক্ষমতায় আনতে হবে। জাতীয় পার্টিকে সাথে নিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সরকার গঠন করা হবে।

পথসভায় জাতীয় পার্টির প্রার্থী এমএ কুদ্দুস খান তার বক্তব্যে বলেন, ‘আমরা জোটগত নির্বাচনে অংশ নিয়েছি। তাই দলের সিদ্ধান্ত মেনে আ’লীগের বর্ষিয়ান নেতা আমির হোসেন আমুকে সমর্থন দিয়েছি। আজ থেকে জাতীয় পার্টির সকল পর্যায়ের নেতা-কর্মীরা নৌকার পক্ষে নির্বাচন করবেন। যেথায় নৌকা আছে সেথায় লাঙ্গল নয়, আর যেথায়  নাঙ্গল সেখানে নৌকা নয়। নির্বাচনে জয়ী হতে নির্বাচনী জোটের সকল দলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সমাবেশে জাতীয় পার্টির সহাস্রাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।


বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর