২৬ ডিসেম্বর, ২০১৮ ১৪:০০

টাকা উদ্ধারের ঘটনা আগের মতোই সাজানো নাটক: রিজভী

অনলাইন ডেস্ক

টাকা উদ্ধারের ঘটনা আগের মতোই সাজানো নাটক: রিজভী

ফাইল ছবি

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, র‍্যাবের মহাপরিচালক দুবাই থেকে আসা টাকার মনগড়া ‘কুৎসামূলক’ কাহিনী রচনা করেছেন। টাকা উদ্ধারের এই ঘটনা, আগের মতোই সাজানো নাটক।

বুধবার (২৬ ডিসেম্বর) দুপুরে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, মানুষের কাছে বিশ্বাসযোগ্য করার জন্য আওয়ামী নেতারা এই বানোয়াট কাহিনী নিজেরা প্রচার না করে‌ র‌্যাবের মহাপরিচালকের মুখ দিয়ে বলাচ্ছেন। সরকার রাষ্ট্রের বিভিন্ন বাহিনীকে শত শত কোটি টাকা দিয়ে এ রকম কল্পকাহিনী বানিয়ে বাজারজাত করার জন্য বায়োস্কোপ তৈরি করে রেখেছে। যার সঙ্গে সত্যের কোনো লেশমাত্র নেই।

তিনি আরও বলেন, রাষ্ট্রীয় কোষাগার থেকে ৮০০ কোটি টাকা লুট হয়ে গেলো, ব্যাংকের ভল্টের স্বর্ণ তামা হয়ে গেলো, লাখ লাখ টন কয়লা গিলে ফেলা হলো, সাগর-রুনী হত্যার তদন্ত র‍্যাব শেষ করতে পারলো না। লুট হওয়া টাকা, কয়লা ও সোনা উদ্ধার করতে পারলো না। সাগর-রুনীর হত্যাকারীদের ধরতে পারলো না কেন? ডিজি সাহেব এই প্রশ্নগুলোর উত্তর দেবেন কি?

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর