২৬ ডিসেম্বর, ২০১৮ ২০:৩৮

টাকা দিয়ে ভোট কেনার অভিযোগে বিএনপির দুই নেতা গ্রেফতার

সিলেট ব্যুরো

টাকা দিয়ে ভোট কেনার অভিযোগে বিএনপির দুই নেতা গ্রেফতার

প্রতীকী ছবি

সুনামগঞ্জের ছাতকে টাকা দিয়ে ভোটারদের প্রভাবিত করার অভিযোগে বিএনপির দুই নেতা গ্রেফতার করেছে পুলিশ। 

মঙ্গলবার রাতে শহরের মন্ডলীভোগ এলাকা থেকে আবু হুরায়রা ছুরত নামে এক বিএনপি নেতাকে গ্রেফতার করা হয়।

আবু হুরায়রা ছুরত শহরের মন্ডলীভোগ এলাকার মৃত ইউনূস আলীর ছেলে ও উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক।

এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে ছাতক থানায় একটি মামলা হয়েছে। 

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বিষয়টি স্বীকার করে জানান, তার ব্যবসায়িক কার্যালয়ে ভোটারদের ডেকে নিয়ে টাকা দিয়ে ভোটারদের প্রভাবিত ও গোপন বৈঠকের মাধ্যমে নাশকতা ঘটানোর আশঙ্কায় তাকে গ্রেফতার করা হয়েছে। 

অন্যদিকে, বুধবার দুপুরে একই অভিযোগে যুবদল নেতা সামছু মিয়াকে গ্রেফতার করা হয়। শহরের ট্রাফিক পয়েন্ট থেকে তাকে গ্রেফতার করে থানা পুলিশ। তিনি তাতিকোনা গ্রামের মৃত আফতাব মিয়ার ছেলে।

বিডি প্রতিদিন/২৬ ডিসেম্বর ২০১৮/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর