শিরোনাম
২৭ ডিসেম্বর, ২০১৮ ১৪:১১

মেহেরপুরে নির্বাচনের কোনো পরিবেশ নেই: বিএনপি প্রার্থী মাসুদ

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুরে নির্বাচনের কোনো পরিবেশ নেই: বিএনপি প্রার্থী মাসুদ

মেহেরপুর-১ আসনের বিএনপি প্রার্থী মাসুদ অরুণ অভিযোগ করে বলেছেন, গত সাত দিনে ১১টি গায়েবি মামলা , ২০০ জন নেতাকর্মীকে গ্রেফতার , কয়েক হাজার বাড়িতে পুলিশের অভিযান ও আইনশৃঙ্খলা বাহিনী সাদা পোশাকে নেতাকর্মীদেরকে ভয়ভীতি দেখাচ্ছে নৌকা মার্কাকে বিজয়ী করার জন্য।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে মেহেরপুর প্রেসক্লাবে সংবাদ সন্মেলন করে এসব অভিযোগ করেন তিনি।

মাসুদ অরুণ বলেন, প্রধান নির্বচনী এজেন্ট সদর উপজেলা চেয়ারম্যান মারুফ আহম্মেদ বিজন, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, সদর উপজেলা বিএনপি সভাপতি সাইফুল ইসলাম, মুজিবনগর উপজেলা সাধারণ সম্পাদক বদরউদ্দিন বিশ্বাস, সাংগাঠনিক সম্পাদক আব্দুর রশিদসহ জেলা বিএনপি  ও অঙ্গ সংগঠনের শতশত নেতাকর্মীর নামে গায়েবি মামলা দেওয়া হয়েছে। এমন পরিস্থিতিতে আগামী ৩০ ডিসেম্বর জাতীয় নির্বাচন একটি পরিকল্পিত পাতানো নির্বাচনের নীল নকশায় পরিণত হয়েছে। তারপরও গণতন্ত্র রক্ষায় আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব এই অধিকার প্রতিষ্ঠায় আমরা আছি এবং থাকব।

সংবাদ সন্মেলনে বিএনপির সিনিয়র সভাপতি আব্দুর রহমান, ইলিয়াস হোসেন , সহ-সভাপতি হাফিজুল ইসলাম হাফি, যুবদলের সভাপতি জাহিদুল ইসলামসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিডি প্রতিদিন/কালাম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর