২৭ ডিসেম্বর, ২০১৮ ১৪:৩৪

চট্টগ্রাম-৪ আসনে প্রার্থিতা ফিরে পেলেন বিএনপির আসলাম চৌধুরী

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম-৪ আসনে প্রার্থিতা ফিরে পেলেন বিএনপির আসলাম চৌধুরী

ফাইল ছবি

চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে প্রার্থিতা ফিরে পেয়েছেন কারাবন্দী বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী। প্রচার শেষ হওয়ার দিনে আজ বৃহস্পতিবার তিনি প্রার্থিতা ফিরে পাওয়ার গ্রিন সিগন্যাল পান।

সকালে নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে বিষয়টি নিশ্চত করা হয়েছে।

আসলাম চৌধুরীর নির্বাচন নিয়ে অনিশ্চয়তার কারণে এত দিন এই আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ছিলেন আসলাম চৌধুরীর বড় ভাই চট্টগ্রাম উত্তর জেলা কৃষক দলের সভাপতি ইসহাক চৌধুরী।

আজ বৃহস্পতিবার সকালে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে গিয়ে দেখা যায়, ইসহাক চৌধুরীকে বাতিল প্রার্থীদের তালিকায় নিয়ে যাওয়া হয়েছে। বৈধ প্রার্থী হিসেবে আসলাম চৌধুরীর নাম লেখা আছে।

ঋণ খেলাপির অভিযোগে মনোনয়নপত্র যাচাইয়ের দিনে আসলাম চৌধুরীর মনোনয়ন অবৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। এরপর তারা আপিল করেন নির্বাচন কমিশনে। সেখানে ব্যর্থ হয়ে উচ্চ আদালতে যান।

১৩ ডিসেম্বর বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ ও বিচারপতি মো. ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত উচ্চ আদালতের একটি বেঞ্চ আসলাম চৌধুরীর প্রার্থিতা বৈধ ঘোষণা করে। পরে সেটিও স্থগিত হয়।

বিডি প্রতিদিন/কালাম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর