২৭ ডিসেম্বর, ২০১৮ ১৬:৫২

উন্নয়নে গণতন্ত্র না থাকলে উন্নয়ন হয় না: ড. কামাল হোসেন

অনলাইন প্রতিবেদক

উন্নয়নে গণতন্ত্র না থাকলে উন্নয়ন হয় না: ড. কামাল হোসেন

ঐক্যফ্রন্ট নেতা ড. কামাল হোসেন বলেছেন, উন্নয়নে গণতন্ত্র না থাকলে উন্নয়ন হয় না। গণতন্ত্র থাকলে, ক্ষমতার মালিক জনগণ হলে সত্যিকার অর্থে উন্নয়ন হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও বলে গেছেন, জনগণ যদি ক্ষমতার মালিক না হয় তাহলে নেই উন্নয়নের কোনো অর্থ থাকে না।

আজ বৃহস্পতিবার বিকেলে ঐক্যফ্রন্টের বৈঠকে তিনি এসব কথা বলেন। ড. কামাল হোসেন আরও বলেন, 'গণতন্ত্র রাখ, এখন উন্নয়ন হোক'- এটা পাকিস্তানের স্বৈরশাসক আইয়ুব খানের কথা। ৪০-৫০ বছর আগে এসব কথা বলা হতো। আমাদের এখন এসব ভুলে যাওয়ার কথা। ব্রিটিশ রাণীর শাসনামলে বলা হতো, আমরা উন্নয়ন করে দিচ্ছি। তোমরা আমাদের প্রজা হয়ে থাক। তারা বলতো, 'বাঙালিরা অকৃতজ্ঞ তারা উন্নয়ন বোঝে না।'

ড. কামাল হোসেন বলেন, প্রবৃদ্ধি হলেই তো হবে না। জনগণকেও তার সুফল ভোগ করতে হবে। আমি নেতিবাচক কিছু বলবো না। উন্নয়ন হয়েছে আলহামদুলিল্লাহ। কিন্তু সেটা শুধু ওপরতলার লোকদের জন্য নয়। প্রবৃদ্ধি ৮%, ৮% শুনতে শুনতে আইয়ূব খানের কথা মনে পড়ে। উনি তো ১১% উন্নয় করেছিলেন। আমরা তো ৬ দফা, ১১ দফা বাদ দেইনি। 

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর