২৭ ডিসেম্বর, ২০১৮ ১৮:২৫

চট্টগ্রামে পৌঁছেছে ১৪টি আসনের ব্যালট পেপার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

চট্টগ্রামে পৌঁছেছে ১৪টি আসনের ব্যালট পেপার

চট্টগ্রামে সংসদীয় নির্বাচনী আসন ১৬টি হলেও ১৪টি আসনের ব্যালট পেপার পৌঁছেছে। আজ বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে এসব ব্যালট চট্টগ্রামে যায়। তবে প্রার্থী নিয়ে জটিলতার কারণে চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে এবং চট্টগ্রাম-৯ (কোতোয়ালী) আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএমে) ভোট হওয়ায় এ দুই আসনের জন্য ব্যালট পেপার পাঠানো হয়নি। 

ব্যালট পেপার ও অন্যান্য সরঞ্জামগুলো পুলিশ পাহারায় নগরের এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেসিয়ামে রাখা হয়েছে বলে জানা যায়।

চট্টগ্রাম জেলার সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. মুনীর হোসাইন খান বলেন, ‘১৪টি আসনের ব্যালট পেপার এসেছে। বাকী ১টি আসনের ব্যালট আসবে। কোতোয়ালীতে ব্যালট ব্যবহার হবে না। তাছাড়া নির্বাচনের আগের দিন ব্যালটসহ যাবতীয় সরঞ্জাম প্রতিটি আসনে পাঠিয়ে দেওয়া হবে।’  

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর