২৭ ডিসেম্বর, ২০১৮ ২০:১৪

নির্বাচনে থাকছেন ১৮৮ বিদেশি পর্যবেক্ষক ও ৫৬ সাংবাদিক

অনলাইন ডেস্ক

নির্বাচনে থাকছেন ১৮৮ বিদেশি পর্যবেক্ষক ও ৫৬ সাংবাদিক

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৯টি আন্তর্জাতিক সংস্থা ও ১২টি বিদেশি মিশনের ১৮৮ জন বিদেশি পর্যবেক্ষক থাকবেন। এছাড়া নির্বাচন পর্যকবেক্ষণ করবেন বিশ্বের বিভিন্ন দেশের ৫৬ জন সাংবাদিক। 

বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যেসব সংস্থার পর্যবেক্ষক থাকবে সেগুলো হলো- ইউরোপীয় ইউনিয়ন, কমনওয়েলথ, ওআইসি, ফোরাম অব ইলেকশন কমিশন ম্যানেজমেন্ট অব সাউথ এশিয়া (ফেমবোসা), ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই), ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর ইলেকটোরাল সিস্টেমস (আইএফইএস), ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল, দিপেন্দ্র কান্ডাল ইনেশিয়েটিভ ও সার্ক  হিউম্যান রাইটস ফাউন্ডেশন। 

এছাড়া যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, গ্রিস, আয়ারল্যান্ড, জাপান,  ফ্রান্স, জার্মানি, কানাডা, সুইজারল্যান্ড, ডেনমার্ক মিশনের প্রতিনিধিরা পর্যবেক্ষণের জন্য অ্যাক্রিডেটশন করেছেন।

বিভিন্ন দেশ থেকেও প্রতিনিধিরা নির্বাচন পর্যবেক্ষণে আসছেন। এসব দেশের মধ্যে রয়েছে- অস্ট্রেলিয়া, ভুটান, কানাডা, ভারত, যুক্তরাষ্ট্র, সামোয়া, মালয়েশিয়া, মালদ্বীপ, নাইজেরিয়া, নেপাল, ফিলিস্তিন,  শ্রীলঙ্কা, ফিলিপাইন প্রভৃতি। বিশ্বের বিভিন্ন দেশের ৫৬ জন সাংবাদিক নির্বাচন পর্যপবেক্ষণ ও কাভার করার জন্য আসছেন। এছাড়া ১১৮টি দেশীয় পর্যবেক্ষক সংস্থার ২৫ হাজারেরও বেশি পর্যবেক্ষক নির্বাচন পর্যবেক্ষণ করবেন।  

বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর