২৭ ডিসেম্বর, ২০১৮ ২২:২৩

'৩০ ডিসেম্বর আওয়ামী লীগের ফাইনাল খেলা'

সিরাজগঞ্জ প্রতিনিধি:

'৩০ ডিসেম্বর আওয়ামী লীগের ফাইনাল খেলা'

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, আগামী ৩০ ডিসেম্বর নির্বাচনের মাঠে ফাইনাল খেলা হবে। খেলায় ফাউল করলে জনগণ লাল কার্ড দেখিয়ে বিএনপি-জামায়াতকে বের করে দিবে। আজ বৃহস্পতিবার রাত ৮টার দিকে সলঙ্গা থানা আওয়ামী লীগের আয়োজনে সলঙ্গা ভুষাট হাটা মাঠে নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। 

মোহাম্মদ নাসিম আরও বলেন, বাংলাদেশের যে উন্নয়ন হয়েছে, তা এখন বিশ্বে রোল মডেল।  জঙ্গি-সন্ত্রাস দমনে সারা বিশ্বে প্রশংসিত হয়েছে।  দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত চায়।  আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়। আর বিএনপি ক্ষমতায় গেলে সন্ত্রাস ও জঙ্গিবাদ বেড়ে যায়।  

সলঙ্গা থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব রায়হান গফুরের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ডা. আব্দুল আজিজ। থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান লাভুর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রায়গঞ্জ-তাড়াশ ও সলঙ্গা আসনের বর্তমান এমপি আলহাজ্ব আমজাদ হোসেন মিলন, সিরাজগঞ্জ-৪ আসনের সাবেক এমপি শফিকুল ইসলাম শফি, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু ইউসুফ সূর্য, হাজী ইসহাক হোসেন, এ্যাড. আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান খান, সদস্য ইমন তালুকদার, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জান্নাত আরা তালুকদার হেনরী, কেন্দ্রীয় কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন সুইট,ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক কেএম মনোয়ারুল ইসলাম বিপুল,থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি আলহাজ্ব জিল্লুর রহমান সরকার, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ বিএ,কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আল মাহমুদ সরকার তারেক প্রমুখ।

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর