২৮ ডিসেম্বর, ২০১৮ ২১:৫১

টাঙ্গাইলে সহিংসতা প্রতিরোধে র‌্যাবের টহল-তল্লাশি

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলে সহিংসতা প্রতিরোধে র‌্যাবের টহল-তল্লাশি

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্র করে যে কোনো ধরনের সহিংসতা প্রতিরোধে টাঙ্গাইল শহরে টহল ও তল্লাশি অভিযান পরিচালনা করেছে র‌্যাব-১২। শুক্রবার বিকেলে জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক গুলোতে র‌্যাবের টহল ও তল্লাশি অভিযান পরিচালিত হয়।  

এ বিষয়ে র‌্যাব-১২ ও সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার বীণা রাণী বলেন, আসন্ন সংসদ নির্বাচন যাতে সুষ্ঠু-নিরপেক্ষ এবং যাতে কেউ নাশকতা করতে না পারে সে জন্য নিয়মিত যানবাহন, হোটেল এবং সন্দেহভাজন ব্যক্তিদের বাড়ি তল্লাশি অব্যাহত থাকবে। যে কেউ নির্বাচন উপলক্ষে নাশকতা করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে। 

তিনি আরও বলেন, এ ধরনের অভিযান কার্যক্রম নির্বাচন পরবর্তী সময় পর্যন্ত অব্যাহত থাকবে। থার্টিফাস্ট নাইট ও নির্বাচনী পরবর্তী সময়ে কেউ যেন আনন্দ মিছিল এবং কোনো সহিংসতা করতে না পারে সে ব্যাপারে কঠোর নিরাপত্তা ব্যবস্থা রয়েছে।

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর