২৯ ডিসেম্বর, ২০১৮ ১৫:৫৩

ঝালকাঠিতে ২৩৭ কেন্দ্রে ব্যালটপেপার ও সরঞ্জাম পাঠানো শুরু

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠিতে ২৩৭ কেন্দ্রে ব্যালটপেপার ও সরঞ্জাম পাঠানো শুরু

ঝালকাঠি জেলার দুটি সংসদীয় আসনের ২৩৭ ভোট কেন্দ্রে পাঠানো শুরু হয়েছে ব্যালট পেপার ও ব্যালট বাক্সসহ নির্বাচনী সরঞ্জামাদি। শনিবার সকাল ১১টায় জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে সহকারী রিটার্নিং অফিসার মো. আতাহার মিয়া প্রিসাইডিং অফিসারদের কাছে মালামালগুলো বুঝিয়ে দেন। 

প্রিসাইডিং অফিসাররা পর্যাপ্ত নিরাপত্তায় গাড়িতে করে কেন্দ্রে কেন্দ্রে নিয়ে যাচ্ছেন ভোট গ্রহণের সরঞ্জামাদি। ভোট কেন্দ্রে  আনসারসহ আইন-শৃঙ্খলা বাহিনীসহ ২৩৭ জন পিজাইডিং অফিসার ১ হাজার ৩৬ জন সহকারী পিজাইডিং অফিসারও কেন্দ্র পৌঁছাতে শুরু করছেন। ঝালকাঠি জেলার দুটি সংসদীয় আসনেই সেনাবাহিনী, বিজিবিসহ আইন-শৃঙ্খলা বাহিনী মাঠে রয়েছে।

সদর উপজেলার ৩৯ নং সারেংগল সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রেও প্রিজাইডিং অফিসার অধ্যক্ষ আবু বকর সিদ্দিক নির্বাচন অফিস থেকে ভোট সামগ্রী নেয়ার সময় সাংবাদিকদের  বলেন, আমরা আজকে শনিবার (২৯ ডিসেম্বর) ভোট কেন্দ্রে যাচ্ছি। সেখানে রাতে অবস্থান করবো। 

উল্লেখ্য, ঝালকাঠি-১ আসনে মোট ভোটার সংখ্যা ১ লাখ ৭৮ হাজার ৮০৫ জন। ভোট কেন্দ্রে রয়েছে ৯০টি এবং ভোট কক্ষ রয়েছে ৪০২টি। ঝালকাঠি-২ আসনে মোট ভোটার ২ লাখ ৯০ হাজার ৩৬৭ জন। ভোট কেন্দ্র রয়েছে ১৪৭টি ও ভোট কক্ষের সংখ্যা ৬৩৪টি। ঝালকাঠির দুটি আসনে মোট ভোটার রয়েছে ৩ লাখ ২৫৬০০জন।
 
ঝালকাঠি-১: 

জেলার রাজাপুর ও কাঁঠালিয়া উপজেলা নিয়ে গঠিত ঝালকাঠি-১ আসন। নির্বাচন কমিশনের সবশেষ তথ্যানুযায়ী, ঝালকাঠি-১ আসনের মোট ভোটার সংখ্যা ১ লাখ ৭৮ হাজার ৮৮৮ জন। এর  মধ্যে পুরুষ ভোটার ৮৯হজার ৬৩৮ জন এবং মহিলা ভোটার ৮৯ হাজার ২৫০আসনটিতে মোট জন সংখ্যা প্রায় তিন লাখ। আয়তন ৩১৬.০৮ কিলোমিটার। ১২ টি ইউনিয়ন নিয়ে সংসদীয় ১২৫ নং এ আসনটি গঠিত। ২টি সংসদীয় এলাকায় হিসেব অনুযায়ী মোট ভোটার বেড়েছে ৬২ হাজার ৭২১ জন। এছাড়া এ বছর ঝালকাঠি-১ আসনে মোট ৯০ টি কেন্দ্র রয়েছে। 

ঝালকাঠি-২:

ঝালকাঠি সদর ও নলছিটি উপজেলা নিয়ে গঠিত ঝালকাঠি-২ আসন। মোট ভোটার সংখ্যা ২ লাখ ৯০ হাজার ৪০৪ জন। এরমধ্যে পুরুষ ১ লাখ ৪৬ হাজার ৭৪৩ জন এবং নারী ভোটার রয়েছেন ১ লাখ ৪৩ হাজার ৬৬১ জন। আনটিতে মোট জনসংখ্যা প্রায় সাড়ে ৪ লাখ। ২টি পৌরসভা, ২০টি ইউনিয়ন এবং আসনটির মোট আয়তন ৩৪৪.২৪ কিলোমিটার। ঝালকাঠি-২ আসনে মোট ভোট কেন্দ্র হচ্ছে ১৪৭টি। 
 
এদিকে, জেলার দুটি আসনের মূল প্রতিদ্বন্ধী আ’লীগ ও বিএনপি প্রার্থীদের মধ্যে ঝালকাঠি-২ আসনে আ’লীগের প্রার্থী শিল্পমন্ত্রী আমির হোসেন আমু ঝালকাঠি সরকারী উচ্চ বালক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন। একই আসনের বিএনপি প্রার্থী জীবা আমিনা খান ভোট দেবেন নবগ্রাম ইউনিয়নের নিজ বাড়ীর কেন্দ্রে। 

ঝালকাঠি-১ আসনের আ’লীগের প্রার্থী বজলুল হক হারুন ভোট দেবেন সকালে গালুয়া ইউনিয়নের কানুদাসকাঠি কাচারীবাড়ী মাদ্রাসা কেন্দ্রে। বিএনপি প্রার্থী ব্যারিষ্টার শাহজাহান ওমর ভোট দেবেন নিজ গ্রাম সাংগর ভোট কেন্দ্রে। 

 


বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর