২৯ ডিসেম্বর, ২০১৮ ১৬:০০
১৮৭টি কেন্দ্রের মধ্যে ১৬৪টি ঝুঁকিপূর্ণ

খাগড়াছড়িতে নির্বাচনী সরঞ্জাম পাঠানো শুরু

খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়িতে নির্বাচনী সরঞ্জাম পাঠানো শুরু

খাগড়াছড়ির ১৮৭ টি ভোট কেন্দ্রে নির্বাচনী মালামাল ও সংশ্লিষ্টদের পাঠানো শুরু হয়েছে। শনিবার দুপুর থেকে খাগড়াছড়ির নয় উপজেলা পরিষদ কার্যালয় থেকে ভোট কেন্দ্র গুলোতে নির্বাচনী সরঞ্জাম পাঠানো শুরু হয়।

এর আগে, খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনের কাজে নিয়োজিত পুলিশ ও আনসার সদস্যদের উদ্দেশে ব্রিফিং করেন খাগড়াছড়ির পুলিশ সুপার আহমার উজ্জামান। 

ব্রিফিং শেষে তিনি সাংবাদিকদের জানান, ভোট কেন্দ্রের দূরত্ব ও ভোটার বিবেচনা করে ১৮৭ টি কেন্দ্রের মধ্যে ১৬৪টি কেন্দ্র গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ, আনসার, র‌্যাব, বিজিবি ও সেনাবাহিনী সমন্বয় করে মাঠে কাজ করছে বলেও জানান তিনি।
 
গত বৃহস্পতিবার থেকে খাগড়াছড়ির দীঘিনালা ও লক্ষ্মীছড়ির দূর্গম তিনটি ভোট কেন্দ্রে বাংলাদেশ বিমান বাহিনীর হেলিসোটি ব্যবহার করে নির্বাচনী সরঞ্জাম ও সংশ্লিষ্টদের পাঠানো হয়। 


বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর