২৯ ডিসেম্বর, ২০১৮ ১৬:০৬

বিদেশি পর্যবেক্ষকদের জন্য দুই মিডিয়া সেন্টার

অনলাইন ডেস্ক

বিদেশি পর্যবেক্ষকদের জন্য দুই মিডিয়া সেন্টার

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের জন্য দুটি পৃথক মিডিয়া সেন্টার প্রস্তুত করা হয়েছে। হোটেল সোনারগাঁওয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় ও তথ্য মন্ত্রণালয় থেকে মিডিয়ার সেন্টারগুলো খোলা হয়েছে।

শনিবার ‍দুপুরে পররাষ্ট্রসচিব এম শহীদুল হক ও  পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিটের প্রধান রিয়ার অ্যাডমিরাল (অব.) খুরশেদ আলম মিডিয়া সেন্টার পরিদর্শন করেছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া সেন্টারে দায়িত্বরত কর্মকর্তারা জানিয়েছেন, বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের সুবিধার্থে এই মিডিয়ার সেন্টার খোলা হয়েছে। তাদের যেকোনো ধরনের তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য আমরা প্রস্তুত রয়েছি। আগামী ৩১ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত এ মিডিয়া সেন্টার চালু থাকবে। এখান থেকে যাবতীয় তথ্য দেওয়া হবে। মিডিয়া  সেন্টারে বিদেশি পর্যবেক্ষকদের নিরাপত্তা ও ভিসা সংক্রান্ত পরামর্শও দেওয়া হবে।


বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর