২৯ ডিসেম্বর, ২০১৮ ১৬:৪৪

চট্টগ্রামে 'চমক' দেখাবে আওয়ামী লীগ

সাইদুল ইসলাম, চট্টগ্রাম:

চট্টগ্রামে 'চমক' দেখাবে আওয়ামী লীগ

চট্টগ্রামের ১৬ আসনেই ‘চমক’ দেখাবে আওয়ামী লীগ। চট্টগ্রামের সবকটি আসনে বিজয় নিশ্চিত করতে প্রচার-প্রচারণায় কমতি ছিল না অপ্রতিরোধ্য বর্ষীয়ান শীর্ষ নেতা এবং তারুণ্যদীপ্ত চার ‘হেভিওয়েট’ মহাজোটসহ ১৬ আসনের প্রার্থীদের। 

সরকার ক্ষমতায় থাকার কারণে চট্টগ্রামের প্রতিটি আসনেই রয়েছে সাংগঠনিক ঘাঁটি ও সরকারের উন্নয়নের ধারাবাহিকতায় হাজার হাজার কোটি টাকার উন্নয়ন কর্মকান্ডের দৃশ্যমানগুলোও। তাছাড়া প্রতিটি এলাকা থেকে একজন এমপি টানা তিনবারসহ দুইবার করে সংসদ সংসদ নির্বাচিত হয়েছেন। আসনের প্রতিটিতেই হাজার হাজার কোটি টাকার উন্নয়নের ছোঁয়া লেগেছে। হয়েছে বড় বড় প্রকল্পও। 

অন্যদিকে বিএনপির সাংগঠনিক তৎপরতা, প্রার্থীদের গ্রহণযোগ্যতাসহ নানাবিধ দিক বিবেচনা করে এবারও পিছিয়ে থাকবেন বিএনপি তথা জোটের প্রার্থীরা। সবমিলে চট্টগ্রামের ১৬টি আসনে আ. লীগ তথা জোটের প্রার্থীদের প্রতি সাধারণ মানুষের গ্রহণযোগ্যতা বৃদ্ধি পেয়েছে। তাই এবারও নৌকা প্রতীকে প্রার্থীদের ভোট দিয়ে নির্বাচিত করবেন বলে মন্তব্য করেন তৃনমূলের নেতারা।

চট্টগ্রাম নগরীসহ জেলার ১৬টি আসনগুলোর মধ্যে আওয়ামী লীগ তথা মহাজোটের প্রার্থীরা হলেন- চট্টগ্রাম-১ (মীরসরাই) আসনের গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি, চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভান্ডারী এমপি, চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে মাহফুজুর রহমান মিতা এমপি, চট্টগ্রাম-৪ (সীতাকুন্ড) আসনে দিদারুল আলম এমপি, চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনে বন ও পরিবেশ মন্ত্রী ব্যরিষ্টার আনিসুল ইসলাম মাহমুদ, চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে এবিএম ফজলে করিম চৌধুরী এমপি, চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে কেন্দ্রীয় আওয়ামীলীগের প্রচার সম্পাদক ড. হাসান মাহমুদ এমপি। চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনে মহাজোটের প্রার্থী বাসদ নেতা মঈনুদ্দীন খান বাদল। চট্টগ্রাম-৯ (কোতোয়ালী) আসনে আওয়ামী লীগের প্রার্থী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। চট্টগ্রাম-১০ (ডবলমুরিং-হালিশহর) আসনে আওয়ামী লীগ প্রার্থী মো. আফছারুল আমীন। চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে আওয়ামী লীগের প্রার্থী এমএ লতিফ। চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে সামশুল হক চৌধুরী। চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া একাংশ) আসনে মো. নজরুল ইসলাম চৌধুরী। চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে আ’লীগের আবু রেজা মুহাম্মদ নদভী। চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে রয়েছেন মোস্তাফিজুর রহমান।

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর