২৯ ডিসেম্বর, ২০১৮ ১৬:৫১

শঙ্কিত না হয়ে ভোট কেন্দ্রে যাওয়ার পরামর্শ সিএমপি কমিশনারের

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

শঙ্কিত না হয়ে ভোট কেন্দ্রে যাওয়ার পরামর্শ সিএমপি কমিশনারের

শঙ্কিত না হয়ে স্বতস্ফূর্ত ভাবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট প্রয়োগ করার পরামর্শ দিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার মো. মাহাবুবর রহমান। শনিবার সিএমপি’র দামপাড়া পুলিশ লাইন্স মাল্টিপারপাশ শেডে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ পরামর্শ দেন।

সিএমপি কমিশনার বলেন, ২০০১ সাল থেকে সকল নির্বাচন পর্যালোচনা করে নির্বাচনের নিরাপত্তা পরিকল্পনা সাজানো হয়েছে। নগর ও আশপাশের এলাকাসহ ৬টি আসনে মোট ৫৯৭টি কেন্দ্র রয়েছে। সব ভোটকেন্দ্র আমাদের কাছে গুরুত্বপূর্ণ। সম্মিলিত প্রচেষ্টায় ভোটকেন্দ্রে নিরাপত্তা দিতে আমরা সক্ষম। ভোট কেন্দ্রভিত্তিক ফোর্সের পাশাপাশি পাঁচটি কেন্দ্র নিয়ে একটি করে মোবাইল টিম গঠন করেছি। প্রতিটি থানায় স্ট্রাইকিং টিম, ডিবি টিম, আর্মড পুলিশ ব্যাটালিয়ন, আনসার সদস্যরা কাজ করবেন।

তিনি বলেন, সংখ্যালঘু সম্প্রদায় অধ্যুষিত এলাকাগুলো চিহ্নিত করে সেখানে বাড়তি নিরাপত্তা দেওয়া হচ্ছে।

সংবাদ সম্মেলনে সিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) কুসুম দেওয়ান ও অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) আমেনা বেগমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর