২৯ ডিসেম্বর, ২০১৮ ২১:০১

চট্টগ্রামে নিরাপত্তার প্রশ্নে জিরো টলারেন্সে যৌথবাহিনী

রিয়াজ হায়দার চৌধুরী, চট্টগ্রাম:

চট্টগ্রামে নিরাপত্তার প্রশ্নে জিরো টলারেন্সে যৌথবাহিনী

চট্টগ্রাম বিভাগ জুড়েই নিরন্কুশ জয়ের স্বপ্নে ভোটযুদ্ধে আওয়ামী লীগ। আর দ্বিধা-সংশয়ে থাকা ছত্রভঙ্গ কর্মীবাহিনী নিয়ে কান্ডারিহীন দশা বিএনপির। 

যুক্তফ্রন্টের নেতৃত্বাধীন বিএনপি ও জামায়াত নেতাদের নিয়ে ম্রিয়মান রহস্যাবৃত তৎপরতা নিয়ে মাঠে হাজারো প্রশ্ন আর শঙ্কার মাঝে আছে প্রশাসনের সর্বোচ্চ সতর্কতা। নিরাপত্তা প্রশ্নে যৌথবাহিনী আছে জিরো টলারেন্সে। 

চট্টগ্রাম বিভাগের স্থানীয় সরকারের পরিচালক দীপক চক্রবর্ত্তী বলেন, নগর কেন্দ্রীক ৬টি এবং জেলার ১০টি সংসদীয় আসনে ৭৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নির্বাচনী আচরণবিধি প্রতিপালনের বিষয়ে দায়িত্ব পালন করবেন। সেনাবাহিনী, বিজিবি এমনকি চাহিদা অনুযায়ী পুলিশের সঙ্গে প্রতিটি আসনে ৪-৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবেন।

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর