৩০ ডিসেম্বর, ২০১৮ ০৭:০৭

যেভাবে জানা যাবে ভোট কেন্দ্র ও ভোটার নম্বর

অনলাইন ডেস্ক

যেভাবে জানা যাবে ভোট কেন্দ্র ও ভোটার নম্বর

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাররা মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে তাদের ভোট কেন্দ্র ও ভোটার নম্বর জানতে পারবেন। নির্বাচন কমিশন (ইসি) থেকে পাঠানো এসএমএস পূরণ করলে ফিরতি এসএমএসে এটি জানা যাবে।

ইসি সচিব হেলালুদ্দীন আহমদ বলেছেন, সারা দেশের ভোট কেন্দ্রের নাম জানানোর জন্য কমিশন থেকে আজ শনিবার ভোটারদের কাছে এসএমএস পাঠানো হবে। আমরা একটি এসএমএস তৈরি করেছি। এসএসসিসহ বিভিন্ন পরীক্ষার ফলাফল যেভাবে এসএমএসের মাধ্যমে জানা যায়, সেভাবেই ভোটার নম্বর ও কেন্দ্র ভোটাররা জানতে পারবেন।

ভোট কেন্দ্রের তথ্য জানতে আপনার মোবাইলের মেসেজ অপশনে টাইপ করুন PC10 অথবা 17 digit NID number তারপর মেসেজটি 105 এ প্রেরণ করুন।105 এ কল করেও ভোটকেন্দ্রের তথ্য জানা যাবে।

নির্বাচন কমিশন ওয়েবসাইটের 'ভোটকেন্দ্রের তথ্য জানুন' লিংকের মাধ্যমে ভোটকেন্দ্রের তথ্য জানা যাবে।

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর