৩০ ডিসেম্বর, ২০১৮ ০৯:৩৭

সিলেটের ১৯ আসনে চলছে শান্তিপূর্ণ ভোটগ্রহণ

সিলেট ব্যুরো:

সিলেটের ১৯ আসনে চলছে শান্তিপূর্ণ ভোটগ্রহণ

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কারা নির্বাচিত হবেন সংসদ সদস্য হিসেবে, সেই ফয়সালা হচ্ছে আজ রবিবার। এ লক্ষ্যে সারাদেশের মতো সিলেট বিভাগের ১৯টি আসনেও ভোটযুদ্ধ শুরু হয়েছে।

রবিবার সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ কার্যক্রম চলবে বিকাল ৪টা পর্যন্ত। এরপর ভোট গণনা শেষে ঘোষণা করা হবে ফলাফল।

সিলেট বিভাগের চারটি জেলায় সংসদীয় আসন রয়েছে ১৯টি। তার মধ্যে সিলেট জেলায় ৬টি, সুনামগঞ্জে ৫টি, মৌলভীবাজারে ৪টি ও হবিগঞ্জে ৪টি আসন আছে। সব আসনের ৬৬ লাখ ২০ হাজার ৬০৬ জন ভোটার আজ ভোট প্রদানের মাধ্যমে জাতীয় সংসদে নিজেদের আগামীর জনপ্রতিনিধি নির্বাচিত করবেন।

এবার নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপিসহ সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করায় নির্বাচন ভিন্নমাত্রা পেয়েছে। সবার আগ্রহে থাকা এই নির্বাচনে সিলেট বিভাগের সকল আসনে ভোটগ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ ইসরাইল হোসেন জানিয়েছেন, রবিবার সকাল ৮টা থেকে কঠোর নিরপত্তায় শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ কার্যক্রম শুরু হয়েছে। এখনও পর্যন্ত কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।  


বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর