৩০ ডিসেম্বর, ২০১৮ ১০:১৮

আপনার একটি ভোট গণতন্ত্রের রক্ষাকবচ: মাহবুব তালুকদার

নিজস্ব প্রতিবেদক

আপনার একটি ভোট গণতন্ত্রের রক্ষাকবচ: মাহবুব তালুকদার

একাদশ সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। মগবাজার ইস্পাহানি বালিকা উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে সকাল ৯টা ১৫ মিনিটে তিনি প্রবেশ করেন এবং সাড়ে ৯টায় বের হন।

ভোটগ্রহণ কেমন হচ্ছে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাকে জিজ্ঞেস করবেন না ভোটগ্রহণ কেমন হচ্ছে। আপনাদের বিবেক আছে। নিজেদের বিবেককেই জিজ্ঞেস করুন, উত্তর পেয়ে যাবেন। তবে আমি এখানে বিরোধী দলের কোন পোলিং এজেন্ট দেখতে পাইনি।

এ সময় মাহবুব তালুকদার আরও বলেন, একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন জাতির প্রত্যাশা। এ নির্বাচন অবশ্যই হতে হবে গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য। আইনানুগভাবে নির্বাচনে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্ব পালন করতে হবে। ভোটাররা নির্ভয়ে ভোট কেন্দ্রে আসুন, কোন প্রলোভন বা ভয়-ভীতির কাছে নতি স্বীকার করবেন না। আপনার পছন্দের প্রার্থীকে ভোট দিন। আপনার একটি ভোট গণতন্ত্রের রক্ষাকবচ।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর