৩০ ডিসেম্বর, ২০১৮ ১০:৩৯

খাগড়াছড়িতে শান্তিপূর্ণ ভোটগ্রহণ চলছে

খাগড়াছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়িতে শান্তিপূর্ণ ভোটগ্রহণ চলছে

পার্বত্য জেলা খাগড়াছড়ির ১৮৭টি ভোট কেন্দ্রে এখন পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। জেলার কোথাও অপ্রীতিকর ঘটনার কোন খবর পাওয়া যায়নি। ভোট শুরুর দিকে ভোটারের সংখ্যা কম দেখা গেলেও বেলা বাড়ার সাথে ভোটার বাড়ছে। তীব্র শীত উপেক্ষা করে কোন কোন কেন্দ্রে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোটাররা ভোট প্রয়োগ করছেন।

খাগড়াছড়ির দীঘিনালার ১টি ও লক্ষীছড়ি উপজেলার ২টি ভোট কেন্দ্রে হেলিকপ্টারযোগে নির্বাচন সংশ্লিষ্টরা গেছেন গতকালই। সেখানেও শান্তিপূর্ণ ভোটগ্রহণের কথা জানা গেছে। জেলায় মোট ভোট কেন্দ্র ৮৮টি এবং ভোট কক্ষ ৮২৯।

সকালে আওয়ামী লীগের প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরা দীঘিনালায়, বিএনপি প্রার্থী শহীদুল ইসলাম ভুইয়া রামগড়ে তাদের ভোট দেন।

৯ উপজেলা ও  ৩ পৌরসভা নিয়ে ২৯৮ নং খাগড়াছড়ি সংসদীয় আসন। নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপি, ইউপিডিএফ সমর্থিত স্বতন্ত্র প্রার্থীসহ মোট ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। খাগড়াছড়িতে এবার ভোটার ৪ লাখ ৪১ হাজার ৮ শ' ৪৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লক্ষ ২৬ হাজার ৫ শত ২৪ জন  ও মহিলা ভোটার ২ লক্ষ ১৫ হাজার ২ শত ২১ জন । এবার ভোট বেড়েছে ৬০ হাজারের মত।  

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো: শহিদুল ইসলাম জানিয়েছেন, অত্যন্ত স্বাভাবিক ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে।


বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর