৩০ ডিসেম্বর, ২০১৮ ১০:৪০

ভোট দিয়েই অভিযোগ জানালেন বাদশা-মিনু

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

ভোট দিয়েই অভিযোগ জানালেন বাদশা-মিনু

নগরীর বুলনপুরের জুলফিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটপ্রদান করেন মহাজোটের প্রার্থী ফজলে হোসেন বাদশা।

সারাদেশের মতো রাজশাহীতে সকাল ৮টা থেকেই ভোট শুরু হয়েছে। সকাল সকাল রাজশাহীর ভোটকেন্দ্রগুলোতে ব্যাপক ভিড় লক্ষ্য করা গেছে। নগরীর তেরোখাদিয়া স্টেডিয়াম কেন্দ্র, গার্লস গাইড কেন্দ্র, উপশহর কামারুজ্জামান কলেজ কেন্দ্র, স্যাটেলাইট স্কুল কেন্দ্র থেকে শুরু করে নগরীর সবগুলো ভোটকেন্দ্রেই সকাল সকাল ভোটারদের ভিড় লক্ষ্য করা যায়। 
 
নগরীর গার্লস গাইড কেন্দ্রে ভোট দিতে এসে তসলিমা বেগম বলেন, ‘পরিস্থিতি খুব সুন্দর মনে হচ্ছে। কোনো ভয়ভীতি প্রদান করা হয়নি। সবাই সুন্দর পরিবেশেই ভোট দিচ্ছে দেখলাম।’ নার্গিস খাতুন বলেন, ‘সকালে ভোট দিয়ে গিয়ে বাড়ির সদস্যদের জন্য নাস্তা তৈরি করবো। তাই সকাল সকাল ভোট দিতে আসা।’
 
নগরীর উপশহর স্যাটেলাইট কেন্দ্রে ভোট দিতে এসে আজমল হোসেন বলেন, সকাল সকালই আমি বরারবই ভোট দিই। এবারও দিলাম। পরিবেশ তো ভালোই মনে হচ্ছে। আশা করছি দিনভর এমন শান্তিপূর্ণ পরিবেশেই নির্বাচন অনুষ্ঠিত হবে।’
 
বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা রাজশাহী-২ আসনের ঐক্যফ্রন্ট প্রার্থী মিজানুর রহমান মিনু বলেছেন, ‘নির্বাচন হচ্ছে প্রহসনের, কিছু করার নাই, মাঠে আছি থাকবো। আমাদের ওপর যত অত্যাচার-নির্যাতনই হোক না কেন, আমরা নির্বাচনের শেষ দেখবো।’ সকালে রাজশাহী পলিটেকনিক ইন্সটিটিউট কেন্দ্রে ভোট প্রদান শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
 
এ সময় মিনু অভিযোগ করে জানান, শনিবার গভীর রাতে বিএনপির ৩৯ জন পোলিং-এজেন্টকে গ্রেপ্তার করেছে পুলিশ। নগরীর গার্লস গাইড ভোটকেন্দ্র থেকেই গ্রেপ্তার করা হয়েছে ২৫ জনকে। অন্যদের বিভিন্ন জায়গা থেকে গ্রেপ্তার করা হয়েছে। এরপরও রাতে বিএনপি-নেতাকর্মীদের হুমকি-ধমকি দেওয়া হয় প্রশাসন থেকে।’
 
মহাজোটের প্রার্থী ফজলে হোসেন বাদশা নগরীর বুলনপুরের জুলফিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটপ্রদান করেন। পরে তিনি গণমাধ্যমকর্মীদের বলেন, রাতে আওয়ামী লীগ ও ওয়ার্কার্স পার্টির কর্মীদের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। তিনি বলেন, ‘জঙ্গিবাদী কায়দায় মিনুর লোকজন ভোটকেন্দ্র দখলের চেষ্টা করছে। আমি ভোটারদের রুখে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি।
 
বিডি-প্রতিদিন/৩০ ডিসেম্বর, ২০১৮/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর