৩০ ডিসেম্বর, ২০১৮ ১০:৫৫

ভোলাতে কোন অপ্রীতিকর ঘটনা ঘটে নাই: তোফায়েল আহমেদ

ভোলা প্রতিনিধি

ভোলাতে কোন অপ্রীতিকর ঘটনা ঘটে নাই: তোফায়েল আহমেদ

ভোলায় শান্তিপূর্ণ পরিবেশে আজ সকালে ভোট গ্রহণ শুরু হয়েছে। ভোলা-১ সদর আসনের হেভিওয়েট প্রার্থী আওয়ামী লীগের তোফায়েল আহমেদ সকাল ৮টা বাজার পরপরই শহরের টাউন কমিটি মাধ্যমিক বিদ্যালয় (বাংলা স্কুল) কেন্দ্রে নিজের ভোট প্রদান করেন। 

এ সময় তোফায়েল আহমেদ বলেন, ভোলাতে কোন অপ্রীতিকর ঘটনা ঘটে নাই। শান্তিপূর্ণ শরিবেশে ভোটগ্রহণ চলছে। ৭০ এর নির্বাচনে বঙ্গবন্ধুর পক্ষে যে গণজোয়ার দেখেছিলাম এবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে গণজোয়ার বইছে। গত  ১০ বছর আমরা যে উন্নয়ন করেছি তাতে জনগণ ভোট দিয়ে  শেখ হাসিনাকে আবারও ৩য় বারের মত প্রধানমন্ত্রী বানাবে।

এদিকে সকাল সাড়ে ৮টার দিক বিএনপি প্রার্থী গোলাম নবী আলমগীর ওই একই কেন্দ্রে ভোট প্রদান করেন। এ সময় তিনি অভিযোগ করে বলেন ভোটাররা ভোট দিতে পারছে না। তার এজেন্টদেরকে অনেক কেন্দ্র থেকে বের করে দেয়া হয়েছে।

তিনি শেষ পর্যন্ত নির্বাচনী মাঠে থাকবেন উল্লেখ করে বলেন, আমি জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেয়ার জন্য এসেছি, শেষ পর্যন্ত থাকবো।

প্রিজাইডিং অফিসাররা জানান, সকল দলের এজেন্টরা রয়েছে। কাউকে বের করে দেয়ার ঘটনা ঘটেনি। সবাই ভোট দিতে পারছে। 

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর