৩০ ডিসেম্বর, ২০১৮ ১১:০৫

রংপুরে ভোট দিতে যাননি এরশাদ

মর্তুজা নুর, রংপুর থেকে:

রংপুরে ভোট দিতে যাননি এরশাদ

ফাইল ছবি

রংপুরে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। সকাল ৮টা থেকে প্রতিটি ভোট কেন্দ্রে ভোটাররা উপস্থিত হয়ে ভোট দিচ্ছেন। তবে রংপুরে নিজ সংসদীয় আসনে ভোট দিতে আসেননি মহাজোট প্রার্থী জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি ও বর্তমান এমপি হুসেইন মুহম্মদ এরশাদ।

সকাল ৯ টায় রংপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে ছাত্র সমাজের সাবেক নেতা শান্তি জানান, অসুস্থতার কারণে জাপা চেয়ারম্যান রংপুরে আসতে পারেননি।

একই কেন্দ্রে রংপুর সদর আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী রিতা রহমান জানান, এখন পর্যন্ত রংপুরে শান্তিপূর্ণ ভাবে ভোটগ্রহণ চলছে।

রংপুর জেলায় ছয়টি আসনে নৌকা-লাঙ্গল-ধানের শীষের প্রতীকের প্রার্থীসহ ৪২ জন রয়েছে ভোটযুদ্ধে। তাদের মধ্যে রংপুর-১, রংপুর-৩ ও রংপুর-৬ এ তিনটি আসনে মহাজোটের একক প্রার্থী রয়েছে। বাকি তিনটিতে নৌকা-লাঙ্গলের উন্মুক্ত লড়াই। এছাড়া এক দশকেরও বেশি সময় ক্ষমতার বাইরে থাকা বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্ট ধানের শীষ প্রতীকে দল থেকে ছয় প্রার্থীকে মাঠে রেখেছেন।

রংপুর সদর উপজেলার হরিদেবপুর ইউনিয়নে ভোটার আবু মুসা বলেন, ‘হামরা এরশাদ সাইবোক ভালোবাসি। প্রত্যেকবারে ভোট দিচি। গতবারও (২০১৪) এরশাদ সাইব রংপুরোত আইসে না। এবারো নাই। হামার মনটা তো মানুষটাক কাছোত দেইকপ্যার চায়।’

 

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর