৩০ ডিসেম্বর, ২০১৮ ১২:৪০

যশোরে ধানের শীষের প্রার্থী অমিতের গাড়ি ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরে ধানের শীষের প্রার্থী অমিতের গাড়ি ভাঙচুর

প্রতীকী ছবি

যশোর-৩ আসনের ধানের শীষের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের গাড়ি ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।

রবিবার বেলা পৌনে ১১টার দিকে যশোর শহরের পূর্ব বারান্দিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে।

এ  সময় সেখানে থাকা দৈনিক লোকসমাজের স্টাফ রিপোর্টার মাসুদ রানা বাবু ও ফটো সাংবাদিক হানিফ ডাকুয়াকেও মারপিঠ করে দুর্বৃত্তরা।

অনিন্দ্য ইসলাম অমিত অভিযোগ করে বলেন, বেলা পৌনে ১১টার দিকে পূর্ব বারান্দিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নানা অনিয়ম দেখে তিনি প্রতিবাদ করেন। তিনি সেখানে গিয়ে দেখেন যেসব কাজ আনসারদের করার কথা সেসব কাজ নৌকার ব্যাজ পরা লোকজন করছে। এসব দেখে বেরিয়ে আসার সময় নৌকার ব্যাজ পরা লোকজন তার গাড়ি ভাঙচুর করে এবং তার সাথে থাকা কয়েকজনকে মারপিট করে।

অমিত বলেন, এসব বিষয়ে জেলা রিটার্নিং কর্মকতার কাছে অভিযোগ করতে গেলে তাকে অফিসে পাওয়া যায়নি।

এর আগে সকাল পৌনে ৯টায় অমিত শহরের সরকারি টিচার্স ট্রেনিং কলেজ কেন্দ্রে ভোট প্রদান করেন।

পরে তিনি সাংবাদিকদের বলেন, প্রায় সব কেন্দ্র থেকেই ধানের শীষের পোলিং এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। অনেক কেন্দ্রে পোলিং এজেন্টদের ঢুকতেই দেওয়া হয়নি।

এদিকে যশোর-৩ আসনে নৌকা প্রতীকের প্রার্থী কাজী নাবিল আহমেদ শহরের সেবা সংঘ বালিকা বিদ্যালয় কেন্দ্রে নিজের ভোট প্রদান করেন।

পরে তিনি সাংবাদিকদের বলেন, সব স্থানেই শান্তিপূর্ণভাবে ভোট উৎসব চলছে। ভোটারদের উপস্থিতিও সন্তোষজনক।

বিএনপি প্রার্থীর অভিযোগ সম্পর্কে নাবিল বলেন, মিথ্যা অভিযোগ করা বিএনপির অভ্যাসে পরিণত হয়েছে।

বিডি প্রতিদিন/কালাম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর