৩০ ডিসেম্বর, ২০১৮ ১৩:৩২

এজেন্ট বের করে দেয়ার অভিযোগ ঐক্যফ্রন্ট প্রার্থীর, অস্বীকার আ'লীগ প্রার্থীর

সিলেট অফিস

এজেন্ট বের করে দেয়ার অভিযোগ ঐক্যফ্রন্ট প্রার্থীর, অস্বীকার আ'লীগ প্রার্থীর

খন্দকার আব্দুল মুক্তাদির ও ভোট দিচ্ছেন ড. এ কে আব্দুল মোমেন (ডানে)

সিলেট-১ আসনে বিএনপি ও ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির রবিবার সকাল ১০টার দিকে নগরীর সারদা হল কেন্দ্রে ভোট দিয়েছেন। এসময় তিনি অভিযোগ করে বলেন, ভোট শুরু হওয়ার পর মেজরটিলা, পাঠানটুলা, আম্বরখানাসহ কয়েকটি এলাকায় তার এজেন্টকে বের করে দেওয়া হয়েছে।

তিনি বলেন, সকালে ভোটারদের মাঝে কিছুটা আতঙ্ক থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটাররা কেন্দ্রে ভোট দিতে আসছেন। তবুও একটি অজানা আতঙ্কে আছেন তিনি। প্রচারণার শুরু থেকেই প্রধান নির্বাচন কমিশনারসহ স্থানীয় প্রশাসনের কাছে বিভিন্ন অভিযোগ তুলে ধরেছি। কিন্তু তারা কোন পদক্ষেপ নেননি। তাই তাদের কাছে আর কোন অভিযোগ করব না।

এদিকে তার অভিযোগ উড়িয়ে দিয়েছেন একই আসনের আওয়ামী লীগের প্রার্থী ড. এ কে আব্দুল মোমেন।  তিনি বলেন, বিএনপি অভিযোগের দল। তারা সবসময় অভিযোগই তুলে। আমি নিজে নগরীর বেশ কয়েকটি কেন্দ্র পরিদর্শন করেছি। সেগুলোতে আমি বিএনপির এজেন্টদের খোঁজ করেছি এবং তাদের সাথে কথা বলেছি। তারা সকলেই শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণের বিষয়টি স্বীকার করেছেন।

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর